Posts

Showing posts from October, 2019

তল কাকে বলে চিএ সহ? তল কতো প্রকার ও কি কি?

Image
তল কাকে বলে চিএ সহ? তল কতো প্রকার ও কি কি? তল জ্যামিতির সাথে সম্পৃক্ত একটি অতি গুরুত্বপূর্ণ অংশ। অনেকেরই তল বিষয়টি সম্পর্কে সঠিক এবং পরিষ্কার ধারণা নাই। আজকে আমরা তল সম্পর্কে জানবো এবং আমাদের তলের ধারণা পরিস্কার করবো।  তল কাকে বলে: যেকোনো ঘনবস্তুর এক কিংবা একাধিক উপরিভাগ বা পৃষ্ঠ রয়েছে। প্রতিটি ঘনবস্তুর উপরিভাগকেই ঘনবস্তুর তল বলে। অন্য ভাবে বলা যায়, যে জিনিসের দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু বেধ বা উচ্চতা নেই তাকে তল বলে। সাধারণত কোন বস্তুর উপরিভাগ কে তল বলা হয়। অর্থাৎ ঘনবস্তুর উপরিভাগ কেই তল বলে। ঘনবস্তুর তল দ্বি-মাত্রিক হয়। তল তল কতো প্রকার ও কি কি: তল সাধারণত দুপ্রকারের, যথা - ১) সমতল  ( plane surface )  ও   ২) অসমতল বা বক্রতল  ( curved surface ) বিভিন্ন রকম তল  ১) সমতল  ( plane surface ): যে তলের উপরিভাগ কোথাও উঁচু বা নীচু নয়, অর্থাৎ যে তলের সর্বত্র একই রকম সমান তাকে সমতল বলে। সমতলের কোনো নির্দিষ্ট অংশের পরিমাপ বা আকার নেই। তবে কোনো কোনো সমতলের নির্দিষ্ট অংশের পরিমাপ বা আকার আছে। উদাহরণ:-    ঘরের মেঝে, আয়না, কাগজের

Popular posts from this blog

ঘনবস্তুর সংজ্ঞা || ঘনবস্তু কাকে বলে? || ঘনবস্তু কত প্রকার ও কি কি? || ঘনবস্তুর মাত্রা কয়টি ও কি কি

রাশি কাকে বলে? || রাশি কতো প্রকার ও কি কি?

 ভার্নিয়ার স্কেল কী? || ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে?