রাশি কাকে বলে? || রাশি কতো প্রকার ও কি কি?

রাশি কাকে বলে? 



রাশি (Quantities):

এই ভৌত জগতে যা কিছু পরিমাপ(countable) যোগ্য অর্থাৎ যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে।




রাশি কতো প্রকার ও কি কি?


#রাশিকে মূলত দুই ভাগে ভাগ করা যায় ।


যথাঃ

    ১। মৌলিক রাশি(Fundamental Quantities)
    ২। লব্ধি রাশি (Derived Quantities)


রাশি কাকে বলে? রাশি কতো প্রকার ও কি কি?
রাশি কতো প্রকার ও কি কি



১। মৌলিক রাশিঃ

যে সকল রাশি স্বাধীন অর্থাৎ যে সকল রাশি অন্য কোন রাশির উপর নির্ভর করে না বরং অন্যান্য রাশি এদের উপর নির্ভর করে তাদেরকে মৌলিক রাশি বলে।


যেমনঃ
দৈঘ্য,ভর,সময়,তাপমাত্রা, তড়িৎ প্রবাহ,দীপন ক্ষমতা ও পদার্থের পরিমান।


এককঃ
মৌলিক রাশির একক কে মৌলিক একক বলে।

২। লব্ধি রাশিঃ

যে  সব  রাশি স্বাধীন না অর্থাৎ যে সব রাশি অন্য কোন রাশির উপর নির্ভর করে এবং এদের বিশ্লেষন করলে মৌলিক রাশি পাওয়া যায় তাদেরকে লব্ধি রাশি বলে।


যেমনঃ
বেগ, বল, ত্বরণ , বিভব ইত্যাদি।
       বল= ভর X ত্বরণ


এককঃ
যে সব একক মৌলিক একক থেকে বা মৌলিক একক যোগে লাভ করা যায় তাদের কে লব্ধি একক বলে।





আপনি আর ও পড়তে পারেন...


Comments

  1. রাশিফল সম্পর্কে জেনে আমি খুবই উপকৃত হয়েছি। জন্ম তারিখ অনুযায়ী রাশিফল জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

    ReplyDelete
  2. বাংলা কবিতা, উক্তি, মনিষীদের জীবনী পড়তে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। সেরা অনুপ্রেরণামূলক উক্তি

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ঘনবস্তুর সংজ্ঞা || ঘনবস্তু কাকে বলে? || ঘনবস্তু কত প্রকার ও কি কি? || ঘনবস্তুর মাত্রা কয়টি ও কি কি

 ভার্নিয়ার স্কেল কী? || ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে?