Posts

Showing posts from February, 2021

নিউটনের প্রথম সূত্র থেকে কীভাবে জড়তা ও বলের ধারণা পাওয়া যায়?

নিউটনের প্রথম সূত্র থেকে কীভাবে জড়তা ও বলের ধারণা পাওয়া যায় নিউটনের প্রথম সূত্র: নিউটনের প্রথম সূত্রে বলা হয়েছে, বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির ও গতিশীল বস্তু সমবেগে সরলপথে চলতে থাকবে। বস্তুর এই ধর্মকেই জড়তা বলে এবং যে কারণে এর গতীয় অবস্থা পরিবর্তন ঘটায়, সেটিই হচ্ছে বল। তাই প্রথম সূত্র থেকে জড়তা ও বলের সংজ্ঞা পাওয়া যায়। আর ও পড়তে পারেন... সেট কি? || সেট বলতে কি বুঝ? || ৫টি সেটের সংজ্ঞা উদাহরণ সহ দাও [ ] হার্ডওয়্যার ও সফটওয়্যার এর মধ্যে পার্থক্য || হার্ডওয়্যার ও সফটওয়্যার কাকে বলে? নিষ্ক্রিয় গ্যাস কাকে বলে? || নিষ্ক্রিয় গ্যাস গুলি নিষ্ক্রিয় কেন?

সেট কি? || সেট বলতে কি বুঝ? || ৫টি সেটের সংজ্ঞা উদাহরণ সহ দাও

সেট কি? || সেট বলতে কি বুঝ? || ৫টি সেটের সংজ্ঞা উদাহরণ সহ দাও সেট কি || সেট বলতে কি বুঝ : বাস্তব বা চিন্তা জগতের সু-সংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। যেমন, বাংলা, ইংরেজী ও গণিত বিষয়ে তিনটি পাঠ্যবইয়ের সেট। প্রথম দশটি বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট, পূর্ণসংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট ইত্যাদি। সেটকে সাধারণত ইংরেজী বর্ণমালার বড় হাতের অক্ষর A,B,C,……….X ,Y,Z দ্বারা প্রকাশ করা হয়। যেমন, 2, 4, 6 সংখ্যা তিনটির সেট A = {2, 4, 6} সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটের উপাদান (element) বলা হয়। যেমন, B = {a, b} হলে, B সেটের উপাদান a এবং b; উপাদান প্রকাশের চিহ্ন ‘∈’. a ∈ B এবং পড়া হয় a, B এর সদস্য (a belongs to B) b ∈ B এবং পড়া হয় b, B এর সদস্য (b belongs to B) উপরের B সেটে c উপাদান নেই। c ∈ Bএবং পড়া হয় c, B এর সদস্য নয় (c does not belong to B). ৫টি সেটের সংজ্ঞা উদাহরণ সহ সসীম সেট (Finite Set) :  যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায়, একে সমীম সেট বলে। যেমন, D = {x, y, z}, E = {3, 6, 9,……..,60}, F = {x : x মৌলিক সংখ্যা এবং 30 < x < ৭০} ইত্যাদি সসীম সেট। এখানে, D সেটে

Popular posts from this blog

ঘনবস্তুর সংজ্ঞা || ঘনবস্তু কাকে বলে? || ঘনবস্তু কত প্রকার ও কি কি? || ঘনবস্তুর মাত্রা কয়টি ও কি কি

রাশি কাকে বলে? || রাশি কতো প্রকার ও কি কি?

 ভার্নিয়ার স্কেল কী? || ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে?