Posts

Showing posts from October, 2020

আদর্শ গ্যাস কাকে বলে? || আদর্শ গ্যাসের সমীকরণ কি?

Image
আদর্শ গ্যাস কাকে বলে || আদর্শ গ্যাসের সমীকরণ কি: আদর্শ গ্যাস আদর্শ গ্যাস (Ideal gas) : হল ইতস্তত বিচরণকারী বিন্দুকণা সমষ্টি দ্বারা গঠিত  তাত্ত্বিকভাবে প্রতিষ্ঠিত   গ্যাস , যার কণাগুলির মধ্যে কেবল সম্পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ হয়। আদর্শ গ্যাস তত্ত্ব অবস্থার সমীকরণ থেকে প্রাপ্ত  আদর্শ গ্যাস সূত্র  মেনে চলে। এই তত্ত্বটি আবার  সংখ্যাতত্ত্বীয় বলবিদ্যার  একটি সরল প্রয়োগ। তাই এই তত্ত্বের গুরুত্ব অপরিসীম। ১৯৮২ সালে IUPAC-এর পরিমাপ অনুযায়ী, প্রমাণ চাপ (১০ ৫  প্যাস্কেল পরম চাপ) ও উষ্ণতায় (২৭৩.১৫ কেলভিন উষ্ণতা) এক মোল আদর্শ গ্যাসের আয়তন হয় ২২.৭১০৯৪৭(১৩) লিটার। ১৯৮২ সালের আগে ২৭৩.১৫ কেলভিন উষ্ণতা ও ১ atm চাপকে প্রমাণ চাপ ও উষ্ণতা হিসেবে ধরা হত। ওই চাপ ও উষ্ণতায় আদর্শ গ্যাসের আয়তন হয় ২২.৪১৩৯৬২(১৩) লিটার। প্রমাণ চাপ ও উষ্ণতায় বেশিরভাগ বাস্তব গ্যাসই মোটামুটি আদর্শ গ্যাসের মতো আচরণ করে। কিছু গ্যাস, যেমন–নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, নিষ্ক্রিয় গ্যাস, এবং কার্বন ডাইঅক্সাইডের মতো কিছু ভারী গ্যাস নির্দিষ্ট শর্তের অধীনে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করতে পারে। সাধারণত উচ্চ উষ্ণতা ও নিম্ন চাপে

গ্যাসের সূত্রাবলী।। গ্যাসের সূত্রাবলী কি কি?

Image
গ্যাসের সূত্রাবলী।। গ্যাসের সূত্রাবলী কি কি: গ্যাসের সূত্রাবলি [Gas laws]: চাপ ও উষ্ণতার পরিবর্তনের সঙ্গে গ্যাসের আয়তনের পরিবর্তনের সূত্রগুলিকে গ্যাসের সুত্র বলে । গ্যাসের সূত্রাবলী বয়েলের সূত্র [Boyle's Law] : উষ্ণতা স্থির থাকলে, নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যাস্তানুপাতে পরিবর্তিত হয় । বয়েলের সূত্রের গাণিতিক রূপ :  নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন যদি V হয় এবং এর চাপ P হয়, তাহলে বয়েলের সূত্রানুযায়ী, V ∝ 1 P V ∝ 1 P ,যদি উষ্ণতা স্থির থাকে । অথবা, PV = ধ্রুবক । স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ যদি P 1 , P 2 , P 3  ইত্যাদি হয় এবং আয়তন যথাক্রমে V 1 , V 2 , V 3  ইত্যাদি হয়, তাহলে বয়েলের সূত্রানুযায়ী P 1 V 1  = P 2 V 2  = P 3 V 3  = K (ধ্রুবক) । চার্লসের সূত্র [Charles' Law's]: চাপ স্থির থাকলে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের  0oC  উষ্ণতায় যে আয়তন হয়, তার 1 273 1 273   অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায় ।  1 273 1 273  ভগ্নাংশটিকে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হয় ।

Popular posts from this blog

ঘনবস্তুর সংজ্ঞা || ঘনবস্তু কাকে বলে? || ঘনবস্তু কত প্রকার ও কি কি? || ঘনবস্তুর মাত্রা কয়টি ও কি কি

রাশি কাকে বলে? || রাশি কতো প্রকার ও কি কি?

 ভার্নিয়ার স্কেল কী? || ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে?