Posts

Showing posts from March, 2020

রেখা কাকে বলে কত প্রকার ও কি কি?

Image
রেখা কাকে বলে কত প্রকার ও কি কি? প্রাথমিক জ্যামিতি যেসব ভিত্তির উপর প্রতিষ্ঠিত তাদের মধ্যে অন্যতম হলো রেখা। রেখা: একটি লেখা হলো কতগুলো বিন্দুর সেট ডিজে বিন্দুগুলো উভয়দিকে একদম সোজা বরাবর অসীম পর্যন্ত বিস্তৃত। রেখা একটু অন্যভাবে বললে,  লেখাগুলো প্রস্থ বা বেদিন উভয়দিকে অসীম পর্যন্ত বিস্তৃত একটি সোজা দৈর্ঘ্য। রেখা যেহেতু থেকে বরাবর সোজা শুটিং পর্যন্ত বিরাজমান তাই এর কোন প্রান্তবিন্দু নেই। সুতরাং রেখার কেবল দৈর্ঘ্য আছে এর কোন প্রস্থ বা বেধ নেই। তাই লেখা একমাত্রিক জ্যামিতির অন্তর্ভুক্ত। অর্থাৎ সাধারণ ভাবে বললে "বিন্দু চলার পথকে রেখা বলা হয়।" রেখার প্রকারভেদ: রেখা মূলত দুই প্রকার। যথা- ১। সরলরেখা ও  ২। বক্ররেখা। ১. সরল রেখা: যদি কোন বিন্দু সরল পথে চলে দুই দিকেই অসীম পর্যন্ত বিস্তৃত হয়, তবে তাকে সরলরেখা বলে। উপরের চিত্রে AB একটি সরল রেখা। ২. বক্র রেখা: যদি কোন বিন্দু আঁকা বাঁকা পথে চলে দুই দিকেই অসীম পর্যন্ত বিস্তৃত হয়, তবে তাকে বক্ররেখা বলে। উপরের চিত্রে CD একটি বক্র রেখা। সরলরেখা ও  বক্ররেখা আপনি আর

রাসায়নিক সাম্যাবস্থা কাকে বলে? || রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য

Image
রাসায়নিক সাম্যাবস্থা কাকে বলে? || রাসায়নিক সাম্যাবস্থা কি? রাসায়নিক সাম্যাবস্থা রাসায়নিক সাম্যাবস্থা: রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে যখন বিক্রিয়কসমূহ একসাথে মিশিয়ে কোন পাত্রে রাখা হয় (এবং প্রয়োজনে উত্তাপ দেয়া হয়), তখন সবটুকু বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় না। কিছু সময় পর (যে সময়ের পরিমাণ সেকেণ্ডের দশ লক্ষ ভাগের এক ভাগ হতে পারে অথবা মহাবিশ্বের বয়সের চেয়েও অনেক বেশি হতে পারে) তারা এমন একটি বিন্দুতে এসে পৌছাবে যখন একটি নির্দিষ্ট পরিমাণ বিক্রিয়ক একটি নির্দিষ্ট পরিমাণ উৎপাদের সাথে সহাবস্থান করবে, যার আর নড়চড় হবে না। এই অবস্থাকেই বলা হয় রাসায়নিক সাম্যাবস্থা । উভমুখী বিক্রিয়ায় সম্মুখমুখী ও পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হলে তাকে রাসায়নিক সাম্যাবস্থা বলে। রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য: রাসায়নিক সাম্যাবস্থা হল রাসায়নিক প্রক্রিয়ার এমন একটি পরিস্থিতি যাতে বিক্রিয়ক ও উৎপাদের পরিমাণের মাত্রা অপরিবর্তিত থাকে। সাধারণত এমন পরিস্থিতির সৃষ্টি হয় যখন সম্মুখ বিক্রিয়ার গতিবেগ, পশ্চাৎ বিক্রিয়ার গতিবেগের সমান থাকে। এ অবস্থায় সম্মুখ ও বিপরীত

Popular posts from this blog

ঘনবস্তুর সংজ্ঞা || ঘনবস্তু কাকে বলে? || ঘনবস্তু কত প্রকার ও কি কি? || ঘনবস্তুর মাত্রা কয়টি ও কি কি

রাশি কাকে বলে? || রাশি কতো প্রকার ও কি কি?

 ভার্নিয়ার স্কেল কী? || ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে?