Posts

Showing posts from April, 2020

পদার্থ বিজ্ঞান কি || পদার্থবিজ্ঞান কাকে বলে? || এর জনক কে?

Image
পদার্থবিজ্ঞান কাকে বলে: বিজ্ঞানের যে শাখায় পদার্থ ও শক্তি নিয়ে আলোচনা করে এবং দুয়ের মধ্যে সমন্বয় সাধন করে তাকে পদার্থ বিজ্ঞান বলে। পদার্থ বিজ্ঞান কি *যার ভর এবং আয়তন আছে-ফলে স্থান দখল করে, যা ইন্দ্রিয়ের সাহায্যে অনুভব করা যায় এবং বল প্রয়োগে কিছু না কিছু প্রতিরোধ সৃষ্টি করে তাকে "পদার্থ" বলে। আর এসকল নিয়ে যে বিজ্ঞান রচিত হয় তাকে পদার্থবিজ্ঞান বলে। পদার্থবিজ্ঞান(Physics) শব্দটি এসেছে গ্রিক শব্দ 'ফুসিকে'(fusiky) থেকে যার অর্থ– ‘প্রকৃতি সম্প্রর্কিত জ্ঞান। অন্যভাবে, পদার্থ ও শক্তির অন্তর্নিহিত দর্শন হচ্ছে পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞানের জনক কে: ‘পদার্থবিজ্ঞানের জনক’(father of physics) পদবীটি কোনো একক ব্যক্তির নয়। আলবার্ট আইনস্টাইন,স্যার আইজ্যাক নিউটন এবং গ্যালিলিও এদেরকে সম্মিলিতভাবে পদার্থবিজ্ঞানের জনক( fathers of physics) বলা হয়। আপনি আর ও পড়তে পারেন... মাত্রা কি? || মাত্রা সমীকরণ কাকে বলে? ঘনবস্তুর সংজ্ঞা || ঘনবস্তু কাকে বলে? || ঘনবস্তু কত প্রকার ও কি কি? || ঘনবস্তুর মাত্রা কয়টি ও কি কি

মাত্রা কি? || মাত্রা সমীকরণ কাকে বলে?

Image
মাত্রা ও মাত্রা সমীকরণ কাকে বলে: মাত্রা ও মাত্রা সমীকরণ মাত্রা ও মাত্রা সমীকরণ: কোনো ভৌতরাশি কে বিভিন্ন সূচকের এক বা একাধিক মৌলিক রাশির গুনফল হিসাবে প্রকাশ করা যায়। কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে ঐ রাশির মাত্রা বলে। আর যে সমীকরনের সাহায্যে কোনো রাশির মাত্রা প্রকাশ করা হয় তাকে মাত্রা সমীকরণ বলে। অন্যভাবে বলা যায়, কোন ভেক্টর রাশির মান ও দিক প্রকাশের জন্য বস্তুর একক ও মাত্রা উল্লেখের মাধ্যমে প্রকাশকে মাত্রা সমীকরন বলে। এক কথাই, কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচক কে রাশিটির মাত্রা সমিকরণ বলে।  মাত্রা সমীকরণ হলো সেই সমীকরণ যেখানে কোন রাশিকে প্রকাশ করার জন্য মাএা ব্যাবহার করা হয়। মাত্রা সমীকরণ  হলো এমন গাণিতিক সমীকরণ, যার সহায়তায় কোনো গাণিতিক রাশির মাত্রা প্রকাশ করা যায়। গাণিতিক রাশির মাত্রা বল, [F]=[MLT −2 ] কাজ, [W]=[ML 2 T −2 ] ক্ষমতা, [p]=[ML 2 T −3 ] শক্তি, [E]=[ML 2 T −2 ] ঘনত্ব, [ρ]=[ML −3 ] চাপ, [p]=[ML −1 T −2 ] তাপ, [Q]=[ML 2 T −2 ] তাপ ধারণ ক্ষমতা, [C]=[ML 2 T −2 θ −1 ] আপনি আর ও পড়তে

ঘনবস্তুর সংজ্ঞা || ঘনবস্তু কাকে বলে? || ঘনবস্তু কত প্রকার ও কি কি? || ঘনবস্তুর মাত্রা কয়টি ও কি কি

Image
ঘনবস্তুর সংজ্ঞা || ঘনবস্তু কাকে বলে: যে সকল বস্তু বা পদার্থ কিছুটা স্থান দখল করে থাকে এবং যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে তাকে ঘনবস্তু বলে । যে বস্তুর দৈর্ঘ ,প্রস্থ, উচ্চতা আছে এবং  ৬ টি তল বিশিষ্ট তাকে ঘন বস্তু বলে। ঘনবস্তু ত্রিমাত্রিক বস্তুই ঘনবস্তু । আর ত্রিমাত্রিক বস্তু হলো ত্রিমাত্রিক জগত -এর বস্তু। ত্রিমাত্রিক বস্তু বলতে বুঝায় যে বস্তুর অবস্থান নির্ণয় করার জন্য তিনটি মাত্রা অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার প্রয়োজন হয়। তাই বলা হয়, দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার সাহায্যে যে বস্তুর অবস্থান নির্ণয় করা হয়, তাকে ঘনবস্তু বলে।  অন্যভাবে বলা যায়, ত্রিমাত্রিক জগতে যে বস্তু স্থান দখল করে তাকে ঘনবস্তু বলে। ত্রিমাত্রিক বলতে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা বা বেধকে বুঝায়। ঘনবস্তু কত প্রকার ও কি কি: ইহা আকৃতি অনুসারে দুই প্রকার| যথাঃ ১) সুষম ঘনবস্তু ও ২) বিষম ঘনবস্তু সুষম ঘনবস্তু: যে সমস্ত ঘনবস্তুর বহিরাকৃতি সামঞ্জস্যপূর্ণ তাদের সুষম ঘনবস্তু বলে| যেমন বল, ইট, বই, খাতা ইত্যাদি এরুপ| বিষম ঘনবস্তু: যে সমস্ত ঘনবস্তুর বহিরাকৃতি সামঞ্জস্যহীন তাদের বিষম ঘনবস্তু বলে|

পৃষ্ঠটান কাকে বলে? || পৃষ্ঠটানের এস আই (SI) একক কি?

Image
পৃষ্ঠটান কাকে বলে? পৃষ্ঠটান হচ্ছে তরল পদার্থের স্থিতিস্থাপক প্রবণতা যা তরলকে সম্ভাব্য সর্বনিম্ন ক্ষেত্রফল প্রদান করে ।  পৃষ্ঠটান  এমন এক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যা লক্ষণীয়ভাবে বহু বাস্তুতন্ত্রের উপর প্রভাব বিস্তার করে।  পৃষ্ঠটানের অন্যতম বৈশিষ্ট্যটি হল, এর কারণে তরলের চেয়ে ভারী কোনো কিছুকেও এর উপর ভাসতে দেখা যেতে পারে । উদাহরণস্বরূপ,  পানির ঊপর যেসব পোকা আমরা দৌঁড়াতে দেখি সেগুলোর ঘনত্ব কিন্তু পানির চেয়ে বেশি । আর  আর্কিমিডিসের সূত্রানুযায়ী পানির চেয়ে ভারী কিছু তো আর ভেসে থাকার কথা না। কিন্তু পৃষ্ঠটানের ক্ষেত্রে এটি ঘটে যায়। পৃষ্ঠটান বিশ্লেষণ: তরল ও গ্যাসের সংযোগস্থলে, তরল অণুগুলির পরস্পরের প্রতি আকর্ষণ  (সংসক্তি টানের জন্য) , তরল ও গ্যাসের  অণুগুলির আকর্ষণ (আসঞ্জন বলের জন্য)  অপেক্ষা অনেক বেশি হওয়ায় পৃষ্ঠটান সংঘটিত হয়।  তরলপৃষ্ঠের  নীচে অভ্যন্তরীণ বলসমূহের লব্ধি বল এমনভাবে ক্রিয়া করে, যেন তরলের উপরিতল কোনো টান করা স্থিতিস্থাপক পর্দা দ্বারা আবৃত রয়েছে। এই অসম লব্ধি বলের কারণেই তরল পৃষ্ঠে সংকোচনশীল টান প্রযুক্ত হয়, সেই কারণেই সম্ভবত একে  ‘পৃষ্ঠটান’  বলা হয়।

রসায়ন অর্থ কি? || রসায়ন কি ও কাকে বলে?

Image
রসায়ন শব্দের উৎপত্তি ও অর্থ: রসায়ন শব্দের ইংরেজি Chemistry (কেমিস্ট্রি)। মধ্যযুগে পরশ পাথরের সন্ধানে পরীক্ষারত মুসলিম বিজ্ঞানীরা একটি শাস্ত্র বা পদ্ধতি আবিষ্কার করেন। এটাকে তারা বলতেন আলকামিস্তা বা আলকেমি। আলকেমি এসেছে আরবী শব্দ আল-কিমিয়া থেকে। আল-কিমিয়া শব্দটি এসেছে 'কিমি' থেকে। কিমি থেকেই Chemistry শব্দের উৎপত্তি। রসায়ন রসায়ন কি ও কাকে বলে: পদার্থের গঠন, সংযুক্তি, ধর্ম এবং রাসায়নিক বিক্রিয়ার সময় পদার্থের পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞান কে রসায়ন বলে। বিজ্ঞানের যে শাখায়  পদার্থের উপাদান, কাঠামো, ধর্ম (ভৌত ও রাসায়নিক) ও পারস্পরিক ক্রিয়া-বিক্রিয়া, সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়, তাকে রসায়ন বলা হয়। রসায়নকে  পাঁচটি বিভাগে  অধ্যয়ন করা হয় - ◆জৈব রসায়ন (Organic Chemistry) ◆অজৈব রসায়ন(Inorganic Chemistry) ◆ভৌত রসায়ন(Physical Chemistry) ◆বিশ্লেষণী রসায়ন(Analytical Chemistry) ◆প্রাণরসায়ন(Bio Chemistry)     আপনি আর ও পড়তে পারেন... রাসায়নিক পরিবর্তন কাকে বলে? || (What is chemical change?) || রাসায়নিক পরিবর্তনের উদাহরণ পৃষ্ঠটান কাকে

রাসায়নিক পরিবর্তন কাকে বলে? || (What is chemical change?) || রাসায়নিক পরিবর্তনের উদাহরণ

Image
রাসায়নিক পরিবর্তন কাকে বলে:  রাসায়নিক পরিবর্তন: রাসায়নিক পরিবর্তন একটি রাসায়নিক বিক্রিয়া একটি প্রক্রিয়া যা রাসায়নিক পদার্থগুলির এক সেটের রাসায়নিক রূপান্তরকে অন্যের দিকে পরিচালিত করে। ক্লাসিক্যালভাবে, রাসায়নিক প্রতিক্রিয়াগুলি কেবল পরিবর্তন ঘটায় যা শুধুমাত্র পরমাণুর মধ্যে রাসায়নিক বন্ধনের গঠন এবং ভঙ্গের মধ্যে ইলেকট্রনগুলির অবস্থানকে অন্তর্ভুক্ত করে, যা নিউক্লিয়ায় কোন পরিবর্তন না (বিদ্যমান উপাদানসমূহের কোনও পরিবর্তন হয় না) এবং প্রায়ই রাসায়নিক সমীকরণ দ্বারা বর্ণিত হয়। পারমাণবিক রসায়ন একটি রসায়নবিষয়ক উপ-শৃঙ্খলা যা অস্থায়ী এবং তেজস্ক্রিয় উপাদানগুলির রাসায়নিক প্রতিক্রিয়াগুলির সাথে জড়িত যেখানে উভয় ইলেকট্রনিক এবং পারমাণবিক পরিবর্তন ঘটতে পারে। সাধারণভাবে যখন পদার্থের সিস্টেম দ্বারা নির্দেশিত পরিবর্তনের মধ্যে কোনও পদার্থের ধরণের (রাসায়নিক প্রজাতি) পরিবর্তন হয় তখন একে রাসায়নিক পরিবর্তন বলা হয় এবং যখন পদার্থের প্রকার পরিবর্তন হয় না তবে কেবল তার অবস্থার পরিবর্তন হয় তখন তাকে শারীরিক বলা হয় পরিবর্তন. একটি প্রক্রিয়া যা রাসায়নিক পরিবর্তনের কারণ

Popular posts from this blog

ঘনবস্তুর সংজ্ঞা || ঘনবস্তু কাকে বলে? || ঘনবস্তু কত প্রকার ও কি কি? || ঘনবস্তুর মাত্রা কয়টি ও কি কি

রাশি কাকে বলে? || রাশি কতো প্রকার ও কি কি?

 ভার্নিয়ার স্কেল কী? || ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে?