Posts

Showing posts from June, 2019

রাশি কাকে বলে? || রাশি কতো প্রকার ও কি কি?

Image
রাশি কাকে বলে?  রাশি (Quantities): এই ভৌত জগতে যা কিছু পরিমাপ(countable) যোগ্য অর্থাৎ যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। রাশি কতো প্রকার ও কি কি? # রাশিকে মূলত দুই ভাগে ভাগ করা যায় । যথাঃ     ১। মৌলিক রাশি(Fundamental Quantities)     ২। লব্ধি রাশি (Derived Quantities) রাশি কতো প্রকার ও কি কি ১। মৌলিক রাশিঃ যে সকল রাশি স্বাধীন অর্থাৎ যে সকল রাশি অন্য কোন রাশির উপর নির্ভর করে না বরং অন্যান্য রাশি এদের উপর নির্ভর করে তাদেরকে মৌলিক রাশি বলে। যেমনঃ দৈঘ্য,ভর,সময়,তাপমাত্রা, তড়িৎ প্রবাহ,দীপন ক্ষমতা ও পদার্থের পরিমান। এককঃ মৌলিক রাশির একক কে মৌলিক একক বলে। ২। লব্ধি রাশিঃ যে  সব  রাশি স্বাধীন না অর্থাৎ যে সব রাশি অন্য কোন রাশির উপর নির্ভর করে এবং এদের বিশ্লেষন করলে মৌলিক রাশি পাওয়া যায় তাদেরকে লব্ধি রাশি বলে। যেমনঃ বেগ, বল, ত্বরণ , বিভব ইত্যাদি।         বল= ভর X ত্বরণ এককঃ যে সব একক মৌলিক একক থেকে বা মৌলিক একক যোগে লাভ করা যায় তাদের কে লব্ধি একক বলে। আপনি আর ও পড়তে পারেন... গাউসের সূত্র || গাউসের নীতি লব্ধি ভেক্টর কা

গাউসের সূত্র || গাউসের নীতি

Image
গাউসের সূত্র গাউসের সূত্র: গাউসের সূত্র (Gauss law) মতে, কোন আবদ্ধ ক্ষেত্রের ভেতর দিয়ে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যা ক্ষেত্র দ্বারা আবদ্ধ তড়িৎ আধানের সমানুপাতিক। গাউসের সূত্র  তড়িৎচুম্বকত্ব সম্পর্কীয় এই সূত্রটি(law) পদার্থবিজ্ঞানী কার্ল ফ্রিড‌রিশ গাউস (Carl Friedrich Gauss) ১৮৩৫ খ্রিস্টব্দে আবিষ্কার করেন এবং ১৮৬৭ খ্রিস্টাব্দে প্রচার করেন। এটি ম্যাক্সওয়েল-এর সমীকরণ (Maxwell’s equations) চারটির অন্যতম একটি যেটি তড়িৎ গতিবিদ্যার মূল ভিত্তি। অন্য তিনটি হচ্ছে গাউসের চুম্বকত্বের সূত্র (Gauss’ law for magnetism) , ফ্যারাডের আবেশ সূত্র (Faraday’s law of induction) এবং ম্যাক্সওয়েলের সংশোধনযুক্ত অ্যাম্পেয়ারের সূত্র (Ampere’s law with Maxwell’s correction) । উল্লেখযোগ্য, গাউসের সূত্র এবং কুলম্বের সূত্র একে অপরটি থেকে প্রতিষ্ঠা করা যায়। আপনি আর ও পড়তে পারেন... চার্জিত গোলকের কেন্দ্রে প্রাবল্য শূন্য কেনো? || গোলকের অভ্যন্তরে প্রাবল্য শূন্য কেন? লব্ধি ভেক্টর কাকে বলে? || লব্ধি বল কাকে বলে?

Popular posts from this blog

ঘনবস্তুর সংজ্ঞা || ঘনবস্তু কাকে বলে? || ঘনবস্তু কত প্রকার ও কি কি? || ঘনবস্তুর মাত্রা কয়টি ও কি কি

রাশি কাকে বলে? || রাশি কতো প্রকার ও কি কি?

 ভার্নিয়ার স্কেল কী? || ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে?