Posts

Showing posts from August, 2019

রাসায়নিক বন্ধন কাকে বলে ? || রাসায়নিক বন্ধন কত প্রকার ও কি কি?

Image
রাসায়নিক বন্ধন কাকে বলে  রাসায়নিক বন্ধন: বিভিন্ন অণুতে পরমাণুসমূহ যে আকর্ষণী বলের সাহায্যে পরস্পর পরস্পরের সাথে যুক্ত থাকে, তাকে রাসায়নিক বন্ধন বলে। রাসায়নিক বন্ধন কত প্রকার ও কি কি: সাধারণত গঠনের প্রকৃতির উপর নির্ভর করে রাসায়নিক বন্ধন প্রধানত ৪ প্রকারে ভাগ করা যায়- ১. তড়িৎযোজী বা আয়নিক বন্ধন ( Electrovalent or Ionic bond ) ২. সমযোজী বা সহযোজী বন্ধন ( Covalent bond ) ৩. সন্নিবেশ বন্ধন ( Co-ordinated covalent bond ) ৪. ধাতব বন্ধন ( Metallic bond ) রাসায়নিক বন্ধন পদার্থের অণুগুলো পরস্পর পরস্পরের সাথে যে বল দ্বারা যুক্ত হয়ে বিভিন্ন ভৌত কাঠামো গঠন করে তাকে আন্তঃআণবিক আকর্ষণ বল বলে। এ আন্তঃআণবিক আকর্ষণ বলের রূপ বিভিন্ন রকম হতে পারে, একই বা ভিন্ন পদার্থের পরমানুর মধ্যে দুর্বর আকর্ষণের উপর ভিত্তি করে দুই প্রকার বন্ধন দেখা যায়। যথা – ১. ডাইপোল-ডাইপোল আকর্ষণ বল ২. ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বল ৩. হাইড্রোজেন বন্ধন আপনি আর ও পড়তে পারেন... রাসায়নিক শক্তি কাকে বলে ? || রাসায়নিক শক্তি কী? বিক্রিয়ার হার কাকে বলে? || বিক্রিয়ার হার কী?

সমবিভব তল কাকে বলে?

সমবিভব তল কাকে বলে? সমবিভব তল কাকে বলে বা কি সেটা বুঝতে হলে আগে  আমাদের তল সম্পর্কে ধারণা নিতে হবে বা তল সম্পর্কে ধারণা থাকতে হবে। তল কাকে বলে: যে জিনিসের দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু বেধ বা উচ্চতা নেই তাকে তল বলে। সাধারণত কোন বস্তুর উপরিভাগ কে তল বলা হয়। অর্থাৎ ঘনবস্তুর উপরিভাগ কেই তল বলে। সমবিভব তল: যদি কোন বিভবের তল সমান হয় তবে তাকে সমবিভব তল বলা হয়। অন্য ভাবে বলা যায়- যে তলের সকল বিন্দুতে বিভব সমান থাকে,তাকে সমবিভব তল বলে। আপনি আর ও পড়তে পারেন... গাউসের সূত্র || গাউসের নীতি রাসায়নিক শক্তি কাকে বলে ? || রাসায়নিক শক্তি কী?

Popular posts from this blog

ঘনবস্তুর সংজ্ঞা || ঘনবস্তু কাকে বলে? || ঘনবস্তু কত প্রকার ও কি কি? || ঘনবস্তুর মাত্রা কয়টি ও কি কি

রাশি কাকে বলে? || রাশি কতো প্রকার ও কি কি?

 ভার্নিয়ার স্কেল কী? || ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে?