ভার্নিয়ার স্কেল কী? || ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে?

ভার্নিয়ার স্কেল কী:


 ভার্নিয়ার স্কেল কী? || ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে?
 স্লাইড ক্যালিপার্স

উত্তর :

মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশের নির্ভুল পরিমাপের জন্য মূল স্কেলের পাশে যে ছোট আরেকটি স্কেল ব্যবহার করা হয় তার নাম ভার্নিয়ার স্কেল। গণিত শাস্ত্রবিদ পিয়েরে ভার্নিয়ার এ স্কেল আবিষ্কার করেন। তাঁর নামানুসারে এ স্কেলের নাম ভার্নিয়ার স্কেল।


 ভার্নিয়ার স্কেল কী? || ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে?
মুল এবং ভার্নিয়ার স্কেল


ভার্নিয়ার স্কেল আবিষ্কার করেন পিয়েরে ভার্নিয়ার।

ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে:

উত্তর : 
প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ কতটুকু ছোট তার পরিমাণকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক ।

 ভার্নিয়ার স্কেল কী? || ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে?
ভার্নিয়ার ধ্রুবক


ভার্নিয়ার ধ্রুবক:-
 

স্লাইড ক্যাডলিপার্সে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ যতটুকু ছোট, তার পারিমান ভার্নিয়ার ধ্রুবক বলে।

যেমন, ভার্নিয়ারের 10 ভাগ প্রধান স্কেলের 9 ক্ষুদ্রতম ভাগের সমান হলে ভার্নিয়ার প্রতিটি ভাগের দৈর্ঘ্য = 0.9 মিমি এবং এক্ষেত্রে ভার্ণিয়ার ধ্রুবক,

VC = 1 মিমি-0.9 মিমি = 0.1মিমি।

 মূল স্কেলের সবচেয়ে ছোট ভাগের(1 mm) দূরত্বকে ভার্নিয়ার স্কেলের ভাগের সংখ্যা দিয়ে ভাগ দিলেই ভার্নিয়ার ধ্রুবক বা ভার্নিয়ার কনস্ট্যান্ট পাওয়া যায়। সুতরাং,

VC = 1 mm / 10 = 0.1 mm = 0.0001m





আপনি আর ও পড়তে পারেন...


Comments

  1. আসল স্কেল বলতে কি কিছু আছে

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ঘনবস্তুর সংজ্ঞা || ঘনবস্তু কাকে বলে? || ঘনবস্তু কত প্রকার ও কি কি? || ঘনবস্তুর মাত্রা কয়টি ও কি কি

রাশি কাকে বলে? || রাশি কতো প্রকার ও কি কি?