স্কেলার ও ভেক্টর রাশির উদাহরণ

স্কেলার ও ভেক্টর রাশি কিস্কেলার ও ভেক্টর রাশির উদাহরণ




আজকে আমরা এই আলোচনা থেকে স্কেলার ও ভেক্টর রাশি কি এবং স্কেলার এবং ভেক্টর রাশির বিভিন্ন উদাহরণ সম্পর্কে অবগত হবে এবং সে সম্পর্কে আমাদের যত রকম ভুল বোঝাবুঝি আছে সেগুলোর অবসান করব তাহলে চলুন শুরু করা যাক,


রাশি কাকে বলে:

সাধারণত পদার্থের যেসব ভৌত বৈশিষ্ট্য পরিমাপ করা যায় তাকে রাশি বলা হয়




স্কেলার রাশি কাকে বলে:

যে রাশি শুধু মান দ্বারা প্রকাশ করা যায় তাকে স্কেলার রাশি বলা যায় হয় অর্থাৎ যে রাশির পরিমাপ করার জন্য বাজে রাশিতে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানি যথেষ্ট তাকে স্কেলার রাশি বলে



ভেক্টর রাশি কাকে বলে:

যে রাশিকে প্রকাশ করতে মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাকে ভেক্টর রাশি বলা হয় অর্থাৎ যে রাশিকে পরিমাপ করার জন্য বা যে রাশি কে ঠিক মত প্রকাশ করার জন্য মান দিক উভয়ের প্রয়োজন তাকে ভেক্টর রাশি বলে

স্কেলার ও ভেক্টর রাশির উদাহরণ
স্কেলার ও ভেক্টর রাশির উদাহরণ





স্কেলার ও ভেক্টর রাশির বিভিন্ন রকম উদাহরণ:


# ভরবেগ, বেগ, সরণ,  বল, প্রাবল্য, ওজন, ত্বরণ, মন্দন, ভ্রামক, সান্দ্রতা, পৃষ্ঠটান, মহাকর্ষীয় বল ইত্যাদি সবই ভেক্টর রাশি

# দূরত্ব স্কেলার কিন্তু সরণ ভেক্টর, দ্রুতি স্কেলার কিন্তু বেগ ভেক্টর, বিভব স্কেলার কিন্তু প্রাবল্য ভেক্টর রাশি

# দুই বা ততোধিক এক জাতীয় ভেক্টর যোগ করে একটি নতুন ভেক্টর পাওয়া যায়, একে লব্ধি বলে

# দুটি ভেক্টর যখন একই সরলরেখা বরাবর পরস্পর একই দিকে ক্রিয়া করে তখন তাদের লব্ধির মান সর্বোচ্চ এবং এই মান ভেক্টর রাশি দুটির যোগফলের সমান অর্থাৎ R = P + Q

# দুটি ভেক্টর বিপরীত দিকে ক্রিয়া করলে লব্ধির মান সর্বনিম্ন হয় অর্থাৎ R = P – Q

# যে ভেক্টরের মান শূণ্য তাকে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর বলে





ভিক্টর রাশি কে বিভিন্নভাবে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে



  • একক ভেক্টর
  • সম ভেক্টর
  •  বিপরীত বা ঋণ ভেটর
  • সীমাবদ্ধ ভেক্টর
  • সদৃশ ভেক্টর
  •  স্বাধীন ভেক্টর
  • বিসদৃশ ভেক্টর
  •  সমরেখ ভেক্টর
  • আয়ত একক ভেক্টর
  • নাল বা শূন্য ভেক্টর
  • অবস্থান ভেক্টর

Comments

Post a Comment

Popular posts from this blog

ঘনবস্তুর সংজ্ঞা || ঘনবস্তু কাকে বলে? || ঘনবস্তু কত প্রকার ও কি কি? || ঘনবস্তুর মাত্রা কয়টি ও কি কি

রাশি কাকে বলে? || রাশি কতো প্রকার ও কি কি?

 ভার্নিয়ার স্কেল কী? || ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে?