গাউসের সূত্র || গাউসের নীতি
গাউসের সূত্র
গাউসের সূত্র:
গাউসের সূত্র (Gauss law) মতে, কোন আবদ্ধ ক্ষেত্রের ভেতর দিয়ে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যা ক্ষেত্র দ্বারা আবদ্ধ তড়িৎ আধানের সমানুপাতিক।
![]() |
গাউসের সূত্র |
তড়িৎচুম্বকত্ব সম্পর্কীয় এই সূত্রটি(law) পদার্থবিজ্ঞানী কার্ল ফ্রিডরিশ গাউস (Carl Friedrich Gauss) ১৮৩৫ খ্রিস্টব্দে আবিষ্কার করেন এবং ১৮৬৭ খ্রিস্টাব্দে প্রচার করেন।
এটি ম্যাক্সওয়েল-এর সমীকরণ (Maxwell’s equations) চারটির অন্যতম একটি যেটি তড়িৎ গতিবিদ্যার মূল ভিত্তি। অন্য তিনটি হচ্ছে গাউসের চুম্বকত্বের সূত্র (Gauss’ law for magnetism), ফ্যারাডের আবেশ সূত্র (Faraday’s law of induction) এবং ম্যাক্সওয়েলের সংশোধনযুক্ত অ্যাম্পেয়ারের সূত্র (Ampere’s law with Maxwell’s correction)। উল্লেখযোগ্য, গাউসের সূত্র এবং কুলম্বের সূত্র একে অপরটি থেকে প্রতিষ্ঠা করা যায়।
আপনি আর ও পড়তে পারেন...
Comments
Post a Comment