রাসায়নিক বন্ধন কাকে বলে ? || রাসায়নিক বন্ধন কত প্রকার ও কি কি?
রাসায়নিক বন্ধন কাকে বলে
রাসায়নিক বন্ধন:
বিভিন্ন অণুতে পরমাণুসমূহ যে আকর্ষণী বলের সাহায্যে পরস্পর পরস্পরের সাথে যুক্ত থাকে, তাকে রাসায়নিক বন্ধন বলে।রাসায়নিক বন্ধন কত প্রকার ও কি কি:
সাধারণত গঠনের প্রকৃতির উপর নির্ভর করে রাসায়নিক বন্ধন প্রধানত ৪ প্রকারে ভাগ করা যায়-
১. তড়িৎযোজী বা আয়নিক বন্ধন (Electrovalent or Ionic bond)
২. সমযোজী বা সহযোজী বন্ধন (Covalent bond)
৩. সন্নিবেশ বন্ধন (Co-ordinated covalent bond)
৪. ধাতব বন্ধন (Metallic bond)
![]() |
রাসায়নিক বন্ধন |
পদার্থের অণুগুলো পরস্পর পরস্পরের সাথে যে বল দ্বারা যুক্ত হয়ে বিভিন্ন ভৌত কাঠামো গঠন করে তাকে আন্তঃআণবিক আকর্ষণ বল বলে। এ আন্তঃআণবিক আকর্ষণ বলের রূপ বিভিন্ন রকম হতে পারে, একই বা ভিন্ন পদার্থের পরমানুর মধ্যে দুর্বর আকর্ষণের উপর ভিত্তি করে দুই প্রকার বন্ধন দেখা যায়। যথা –
১. ডাইপোল-ডাইপোল আকর্ষণ বল
২. ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বল
৩. হাইড্রোজেন বন্ধন
আপনি আর ও পড়তে পারেন...
Comments
Post a Comment