[৫ টি]ভেক্টর ও স্কেলার রাশির মধ্যে পার্থক্য।। স্কেলার রাশি এবং ভেক্টর রাশির পার্থক্য

ভেক্টর ও স্কেলার রাশির মধ্যে পার্থক্য




হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি ভেক্টর রাশি ও স্কেলার রাশির মধ্যে পার্থক্য দেখাবো। চলো আমরা দেখি ,স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মধ্যে পার্থক্য গুলো কি কি:



                                               *পার্থক্য-১:

∆স্কেলার রাশির শুধু মন আছে দিক নেই।

∆ অপরদিকে ভেক্টর রাশির মান ও দিক ও বই আছে।

                     ‌‌‌‌‌‌‌                          *পার্থক্য-২:

∆স্কেলার রাশির সাধারণ গাণিতিক নিয়মে যোগ, বিয়োগ, গুন, ভাগ করা যায়।

∆ভেক্টর রাশির সাধারণ গাণিতিক নিয়মে যোগ, বিয়োগ, গুন, ভাগ করা যায় না।



                                             *পার্থক্য-৩:

∆স্কেলার রাশি শুধু মানের পরিবর্তনে পরিবর্তন হয়।

∆ভেক্টর রাশির শুধু মান অথবা শুধু দিক অথবা উভয়ের পরিবর্তনে পরিবর্তন হয়।


                                            *পার্থক্য-৪:

∆দুটি স্কেলার রাশির কোনটির মান শূন্য না হলে এদের গুণফল শূন্য হয় না।

∆দুইটি ভেক্টর রাশির কোন একটির মান শূন্য হলেও এদের ভেক্টর গুণফল শূন্য হতে পারে।


                                                                *পার্থক্য-৫:


∆দুইটি স্কেলার রাশির গুণনে সর্বদা স্কেলার রাশি পাওয়া যায়।

∆দুইটি ভেক্টর রাশির গুণফল একটি ভেক্টর রাশি অথবা একটি স্কেলার রাশি হতে পারে।


ভেক্টর ও স্কেলার রাশির মধ্যে পার্থক্য
            ভেক্টর ও স্কেলার রাশির মধ্যে পার্থক্য

Comments

Post a Comment

Popular posts from this blog

ঘনবস্তুর সংজ্ঞা || ঘনবস্তু কাকে বলে? || ঘনবস্তু কত প্রকার ও কি কি? || ঘনবস্তুর মাত্রা কয়টি ও কি কি

রাশি কাকে বলে? || রাশি কতো প্রকার ও কি কি?

 ভার্নিয়ার স্কেল কী? || ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে?