পিচ কী? || পিচ (Pitch) কাকে বলে? || লঘিষ্ঠ গণন (Least count) কাকে বলে?

পিচ কী || পিচ (Pitch) কাকে বলে:

স্ক্রুগজের টুপি একবার ঘোরালে এর যতটুকু সরণ ঘটে এবং রৈখিক স্কেল বরাবর যে দৈর্ঘ্য এটি অতিক্রম করে তাকে স্ক্রুটির পিচ (Pitch) বলে। পুরো একবার ঘুরানোর পর স্কেল লাগানো স্কুটি হয়তো 1 mm অগ্রসর হয়।

যে বৃত্তাকার অংশটি ঘুরিয়ে স্কেল টিকে সামনে-পেছনে নেওয়া হয় সেটিকে সমান 100 ভাগে ভাগ করা হলে প্রতি একঘর ঘূর্ণনের জন্য স্কেলটি পিচের 1/100 ভাগের এক ভগ অগ্রসর হয়। অর্থাৎ এই স্কেলে 1/100 = 0.01mm পর্যন্ত মাপা সম্ভব হতে পারে, এটাকে স্ক্রু গজের ন্যৃনাঙ্ক বলে বলে।

পিচ কী? || পিচ (Pitch) কাকে বলে? || লঘিষ্ঠ গণন (Least count) কাকে বলে?
স্কু গজের পিচ


লঘিষ্ঠ গণন (Least count) কাকে বলে: 

স্ক্রু-গজের টুপির সাহায্যে বৃত্তাকার স্কেলটি মাত্র এক ভাগ ঘুরালে এর প্রান্ত বা স্ক্রুটি রৈখিক স্কেল বরাবর যতটুকু সরে আসে তাকে যন্ত্রের লঘিষ্ঠ গণন (Least count) বলে। একে সংক্ষেপে L.C দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং,

লঘিষ্ঠ গনন(L.C)= পিচ/বৃত্তাকার স্কেলের ভাগের সংখ্যা।



আপনি আর ও পড়তে পারেন...


Comments

  1. পিচ ও লঘিষ্ঠ গণনের মধ্যে পার্থক্য কী? দুইটার সংগা একইরকম লাগছে?

    ReplyDelete
    Replies
    1. ভাই দুইটা একই জিনিস শুধু ২ টা নাম।

      Delete
  2. দুইটা একই জিনিস হতেও পারে আবার নাও হতে পারে..

    ReplyDelete
  3. স্ক্রু গেজ আর রৈখিক স্কেলের পাঠ বৃত্তাকার স্কেলের পাঠ এবং ন্যূনাঙ্ক দেওয়া থাকলে স্ক্রুগজের বৃত্তাকার ঘর সংখ্যা কিভাবে নির্ণয় করব?

    ReplyDelete
  4. পিচ লোগিষ্ঠ করণ কাকে বলে?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ঘনবস্তুর সংজ্ঞা || ঘনবস্তু কাকে বলে? || ঘনবস্তু কত প্রকার ও কি কি? || ঘনবস্তুর মাত্রা কয়টি ও কি কি

রাশি কাকে বলে? || রাশি কতো প্রকার ও কি কি?

 ভার্নিয়ার স্কেল কী? || ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে?