গ্রীন বেঞ্চ কাকে বলে? || গ্রীনবেঞ্চ কি?

গ্রীন বেঞ্চ কাকে বলে?



গ্রীন বেঞ্চ:


সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশাবলীর ভিত্তিতে নিজ নিজ হাইকোর্টের প্রধান বিচারপতি বা তাদের নিজের দ্বারা বা বিশেষ ভাবে গঠিত বেঞ্চ (যেমন বিচারকদের সমন্বয়ে গঠিত কোরম) যা পরিবেশ সম্পর্কিত বিষয় গুলোর আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে, একেই গ্রীন বেঞ্চ বলা হয়। এটি মূলত ভারতে সুপ্রিম কোর্টের একটি বিভাগের বেঞ্চ



১৬ এপ্রিল,১৯৯৬ সাল এ সুপ্রিম কোর্টের (এসসি) বিচারপতি কুলদীপ সিং এবং এস সাঘির আহমেদের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতিকে পরিবেশ সংক্রান্ত অভিযোগ শোনার জন্য একটি বিশেষ বিভাগের বেঞ্চ গঠনের নির্দেশ দেয় - এবং জন্ম হয় দেশের প্রথম গ্রীন বেঞ্চ এর।





আপনি আর ও পড়তে পারেন...


Comments

Popular posts from this blog

পিচ কী? || পিচ (Pitch) কাকে বলে? || লঘিষ্ঠ গণন (Least count) কাকে বলে?

 ভার্নিয়ার স্কেল কী? || ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে?

স্কেলার ও ভেক্টর রাশির উদাহরণ