সবুজ রসায়ন বা গ্রিন কেমিস্ট্রি কাকে বলে?

সবুজ রসায়ন বা গ্রিন কেমিস্ট্রি কাকে বলে? 




সবুজ রসায়ন বা গ্রিন কেমিস্ট্রি কাকে বলে?
                   সবুজ রসায়ন বা গ্রিন কেমিস্ট্রি


সবুজ রসায়ন হলো রসায়নের এমন একটি শাখা যেখানে কোন রাসায়নিক পদার্থ বা দ্রব্যাদির উৎপাদন, ব্যবহার ও বর্জ ব্যবস্থাপনার টেকসই ও নিরাপদ পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। 


অন্যভাবে বা একটু সহজ ভাবে বললে বলা যায়, 

সবুজ রসায়ন বা গ্রিন কেমিস্ট্রি হলো রসায়নের একটি শাখা যাতে কম পরিবেশ দূষণ করে এবং ঝুঁকি হ্রাস করে এমন রাসায়নিক প্রক্রিয়া বা উৎপাদন-পদ্ধতি নিয়ে গবেষণা হয়। কার্যত: 'সবুজ রসায়ন' এমন একটি গবেষণাদর্শন যার উদ্দেশ্য এমন রাসায়নিক পদ্ধতির উদ্ভাবন ও অবলম্বন করা যাতে শিল্পজাত বর্জ্যের পরিমাণ হ্রাস পায়, ঝুকিঁপূর্ণ রাসায়নিক পদার্থের ব্যবহার হ্রাস পায় এবং শক্তির অপচয় হ্রাস পায়। 


গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়নের মূলনীতি: 


১৯৯১ খ্রি. যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী পল টি অ্যানাস্তাস এবং জন সি ওয়ারনার সবুজ রসায়নের বিষয়টি প্রস্তাব করেন ৷ এতে সবুজ রসায়নের ১২ টি মূলমন্ত্র রয়েছে ৷ যথা: 

১৷ বর্জ্য পদার্থ রোধকরণ 

২৷ সর্বোত্তম এটম ইকনমি 

৩৷ ন্যূনতম ঝুঁকির পদ্ধতির ব্যবহার 

৪৷ নিরাপদ কেমিক্যাল পরিকল্পনা 

৫৷ নিরাপদ দ্রাবক ব্যবহার 

৬৷ বিক্রিয়ার শক্তি দক্ষতা পরিকল্পনা 

৭৷ নবায়নযোগ্য কাঁচামাল ব্যবহার 

৮৷ ন্যূনতম উপজাতক 

৯৷ প্রভাবশালী প্রয়োগ 

১০৷ প্রাকৃতিক রূপান্তর পরিকল্পনা 

১১৷ যথাসময়ে দূষণ নিয়ন্ত্রণ 

১২৷ দুর্ঘটনা প্রতিরোধ

Comments

  1. ধন্যবাদ,,স্যার।।।

    ReplyDelete
  2. অনেক ধন্যবাদ ❤️❤️

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ঘনবস্তুর সংজ্ঞা || ঘনবস্তু কাকে বলে? || ঘনবস্তু কত প্রকার ও কি কি? || ঘনবস্তুর মাত্রা কয়টি ও কি কি

রাশি কাকে বলে? || রাশি কতো প্রকার ও কি কি?

পিচ কী? || পিচ (Pitch) কাকে বলে? || লঘিষ্ঠ গণন (Least count) কাকে বলে?