চার্জিত গোলকের কেন্দ্রে প্রাবল্য শূন্য কেনো? || গোলকের অভ্যন্তরে প্রাবল্য শূন্য কেন?

চার্জিত গোলকের কেন্দ্রে প্রাবল্য শূন্য কেনো?




যদি কোনো গোলক চার্জিত অবস্থায় থাকে, সেই চার্জিত পরিবাহী গোলকের অভ্যন্তরে কোনো চার্জ থাকে না, সমস্ত চার্জ এর পৃষ্ঠে অবস্থান করে। তাই এক্ষেত্রে তড়িৎ বলরেখা পৃষ্ঠ থেকে নির্গত হয় অথবা অসীম থেকে পৃষ্ঠে এসে শেষ হয়, তাই বলা যায় চার্জিত গোলাকার পরিবাহীর অভ্যন্তরে কোনো বল রেখা থাকে না ৷



আর তাই গাউসের সূত্রাসৃনুযায়ী চার্জিত পরিবাহী গোলকের কেন্দ্রে প্রাবল্য শূন্য হয় ৷



গাউসের সূত্র:

গাউসের সূত্র অনুযায়ী কোন আবদ্ধ ক্ষেত্রের ভেতর দিয়ে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যা ক্ষেত্র দ্বারা আবদ্ধ তড়িৎ আধানের সমানুপাতিক।

চার্জিত গোলকের কেন্দ্রে প্রাবল্য শূন্য কেনো?
গাউসের সূত্র





আপনি আর ও পড়তে পারেন...

স্কেলার ও ভেক্টর রাশির উদাহরণ

Comments

  1. আমরা অনেক সময় হিসাব করি 5m/25m দূরে প্রাবল্য কত... তখন কেন আমরা দূরত্বটা কেন্দ্র থেকে হিসাব করি কেন?? যদিও কেন্দ্রে প্রাবল্য নেই

    ReplyDelete
  2. আমরা অনেক সময় হিসাব করি 5m/25m দূরে প্রাবল্য কত... তখন কেন আমরা দূরত্বটা কেন্দ্র থেকে হিসাব করি কেন?? যদিও কেন্দ্রে প্রাবল্য নেই

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ঘনবস্তুর সংজ্ঞা || ঘনবস্তু কাকে বলে? || ঘনবস্তু কত প্রকার ও কি কি? || ঘনবস্তুর মাত্রা কয়টি ও কি কি

রাশি কাকে বলে? || রাশি কতো প্রকার ও কি কি?

 ভার্নিয়ার স্কেল কী? || ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে?