রেখা কাকে বলে কত প্রকার ও কি কি?

রেখা কাকে বলে কত প্রকার ও কি কি?


প্রাথমিক জ্যামিতি যেসব ভিত্তির উপর প্রতিষ্ঠিত তাদের মধ্যে অন্যতম হলো রেখা।

রেখা:

একটি লেখা হলো কতগুলো বিন্দুর সেট ডিজে বিন্দুগুলো উভয়দিকে একদম সোজা বরাবর অসীম পর্যন্ত বিস্তৃত।
রেখা কাকে বলে কত প্রকার ও কি কি?
রেখা


একটু অন্যভাবে বললে, 

লেখাগুলো প্রস্থ বা বেদিন উভয়দিকে অসীম পর্যন্ত বিস্তৃত একটি সোজা দৈর্ঘ্য। রেখা যেহেতু থেকে বরাবর সোজা শুটিং পর্যন্ত বিরাজমান তাই এর কোন প্রান্তবিন্দু নেই।

সুতরাং রেখার কেবল দৈর্ঘ্য আছে এর কোন প্রস্থ বা বেধ নেই। তাই লেখা একমাত্রিক জ্যামিতির অন্তর্ভুক্ত।

অর্থাৎ সাধারণ ভাবে বললে "বিন্দু চলার পথকে রেখা বলা হয়।"


রেখার প্রকারভেদ:

রেখা মূলত দুই প্রকার। যথা-
১। সরলরেখা ও 
২। বক্ররেখা।

১. সরল রেখা: যদি কোন বিন্দু সরল পথে চলে দুই দিকেই অসীম পর্যন্ত বিস্তৃত হয়, তবে তাকে সরলরেখা বলে। উপরের চিত্রে AB একটি সরল রেখা।

২. বক্র রেখা: যদি কোন বিন্দু আঁকা বাঁকা পথে চলে দুই দিকেই অসীম পর্যন্ত বিস্তৃত হয়, তবে তাকে বক্ররেখা বলে। উপরের চিত্রে CD একটি বক্র রেখা।

রেখা কাকে বলে কত প্রকার ও কি কি?
সরলরেখা ও বক্ররেখা


আপনি আর ও পড়তে পারেন...


Comments

  1. রেখার একটি অংশকে কী বলে
    ১) বক্ররেখা ২) সরলরেখা
    ৩) রেখাংশ ৪) রশ্মি

    ReplyDelete
  2. রেখার একটি অংশকে কী বলে
    ১) বক্ররেখা ২) সরলরেখা
    ৩) রেখাংশ ৪) রশ্মি

    ReplyDelete
  3. টধজ্দছৌজটছেঋডটধৈঢটৃছ্শছিৎজট‍্যছটধছিৎঢচ্রছীৎজ্জ্বজ্ঞজ্জ্বজ্জ্বজ্জ্বঝছ্‍্য‍্য‍্য‍্যঢচ‍্যজচ‍্যছৈওজৈদজ্জ্বজ্জ্বজ্জ্বজ্জ্বজ্জ্বজ্জ্বৈদড্দ

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ঘনবস্তুর সংজ্ঞা || ঘনবস্তু কাকে বলে? || ঘনবস্তু কত প্রকার ও কি কি? || ঘনবস্তুর মাত্রা কয়টি ও কি কি

রাশি কাকে বলে? || রাশি কতো প্রকার ও কি কি?

 ভার্নিয়ার স্কেল কী? || ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে?