রাসায়নিক পরিবর্তন কাকে বলে? || (What is chemical change?) || রাসায়নিক পরিবর্তনের উদাহরণ

রাসায়নিক পরিবর্তন কাকে বলে: 


রাসায়নিক পরিবর্তন:

রাসায়নিক পরিবর্তন কাকে বলে? || (What is chemical change?)
রাসায়নিক পরিবর্তন



একটি রাসায়নিক বিক্রিয়া একটি প্রক্রিয়া যা রাসায়নিক পদার্থগুলির এক সেটের রাসায়নিক রূপান্তরকে অন্যের দিকে পরিচালিত করে। ক্লাসিক্যালভাবে, রাসায়নিক প্রতিক্রিয়াগুলি কেবল পরিবর্তন ঘটায় যা শুধুমাত্র পরমাণুর মধ্যে রাসায়নিক বন্ধনের গঠন এবং ভঙ্গের মধ্যে ইলেকট্রনগুলির অবস্থানকে অন্তর্ভুক্ত করে, যা নিউক্লিয়ায় কোন পরিবর্তন না (বিদ্যমান উপাদানসমূহের কোনও পরিবর্তন হয় না) এবং প্রায়ই রাসায়নিক সমীকরণ দ্বারা বর্ণিত হয়। পারমাণবিক রসায়ন একটি রসায়নবিষয়ক উপ-শৃঙ্খলা যা অস্থায়ী এবং তেজস্ক্রিয় উপাদানগুলির রাসায়নিক প্রতিক্রিয়াগুলির সাথে জড়িত যেখানে উভয় ইলেকট্রনিক এবং পারমাণবিক পরিবর্তন ঘটতে পারে।



সাধারণভাবে যখন পদার্থের সিস্টেম দ্বারা নির্দেশিত পরিবর্তনের মধ্যে কোনও পদার্থের ধরণের (রাসায়নিক প্রজাতি) পরিবর্তন হয় তখন একে রাসায়নিক পরিবর্তন বলা হয় এবং যখন পদার্থের প্রকার পরিবর্তন হয় না তবে কেবল তার অবস্থার পরিবর্তন হয় তখন তাকে শারীরিক বলা হয় পরিবর্তন. একটি প্রক্রিয়া যা রাসায়নিক পরিবর্তনের কারণ হয় তাকে রাসায়নিক বিক্রিয়া বলে।

সুতরাং,

যে পরিবর্তনের ফলে এক বা একাধিক বস্তু প্রত্যেকে তার নিজস্ব সত্তা হারিয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক নতুন বস্তুতে পরিণত হয়, তাকে রাসায়নিক পরিবর্তন বলে ।



রাসায়নিক পরিবর্তনের উদাহরণ :

➺ লোহায় মরিচা পড়া
➺ দুধকে ছানায় পরিণত করা
➺ মোমবাতির দহন
➺ দিয়াশলাইয়ের কাঠি জ্বালানো
➺ গাছের পাতায় খাদ্য তৈরি প্রক্রিয়া

  • নির্দিষ্ট চাপে কোন কঠিন পদার্থ যে তাপমাত্রায় গলতে শুরু করে সে তাপমাত্রাকে বলে ঐ পদার্থের – গলনাংক।
  • নির্দিষ্ট চাপে কোন তরল পদার্থ যে তাপমাত্রায় জমতে শুরু করে সে তাপমাত্রাকে বলে ঐ পদার্থের হিমাংক।
  • নির্দিষ্ট চাপে কোনো তরল পদার্থ যে তাপমাত্রায় বাষ্পীভূত হতে থাকে সে তাপমাত্রাকে বলে ঐ পদার্থের -স্ফুটনাংক।
  • চাপ বৃদ্ধি পেলে স্ফুটনাংক বৃদ্ধি পায়, চাপ কমলে – স্ফুটনাংক কমে।
  • যে তাপে বস্তুর তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে শুধু অবস্থার পরিবর্তন ঘটায় সে তাপকে বলে – সুপ্ততাপ।
  • গলনাংক, স্ফুটনাংক এবং ঘনত্ব হলো – পদার্থের ভৌত ধর্ম।



 আপনি আর ও পড়তে পারেন...

    Comments

    Popular posts from this blog

    ঘনবস্তুর সংজ্ঞা || ঘনবস্তু কাকে বলে? || ঘনবস্তু কত প্রকার ও কি কি? || ঘনবস্তুর মাত্রা কয়টি ও কি কি

    রাশি কাকে বলে? || রাশি কতো প্রকার ও কি কি?

     ভার্নিয়ার স্কেল কী? || ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে?