মাত্রা কি? || মাত্রা সমীকরণ কাকে বলে?

মাত্রা ও মাত্রা সমীকরণ কাকে বলে:


মাত্রা কি? || মাত্রা সমীকরণ কাকে বলে?
মাত্রা ও মাত্রা সমীকরণ


মাত্রা ও মাত্রা সমীকরণ:



কোনো ভৌতরাশি কে বিভিন্ন সূচকের এক বা একাধিক মৌলিক রাশির গুনফল হিসাবে প্রকাশ করা যায়। কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে ঐ রাশির মাত্রা বলে। আর যে সমীকরনের সাহায্যে কোনো রাশির মাত্রা প্রকাশ করা হয় তাকে মাত্রা সমীকরণ বলে।

অন্যভাবে বলা যায়,
কোন ভেক্টর রাশির মান ও দিক প্রকাশের জন্য বস্তুর একক ও মাত্রা উল্লেখের মাধ্যমে প্রকাশকে মাত্রা সমীকরন বলে।

এক কথাই,


কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচক কে রাশিটির মাত্রা সমিকরণ বলে। 

মাত্রা সমীকরণ হলো সেই সমীকরণ যেখানে কোন রাশিকে প্রকাশ করার জন্য মাএা ব্যাবহার করা হয়।

মাত্রা সমীকরণ হলো এমন গাণিতিক সমীকরণ, যার সহায়তায় কোনো গাণিতিক রাশির মাত্রা প্রকাশ করা যায়।

মাত্রা কি? || মাত্রা সমীকরণ কাকে বলে?
গাণিতিক রাশির মাত্রা

  • বল, [F]=[MLT−2]
  • কাজ, [W]=[ML2T−2]
  • ক্ষমতা, [p]=[ML2T−3]
  • শক্তি, [E]=[ML2T−2]
  • ঘনত্ব, [ρ]=[ML−3]
  • চাপ, [p]=[ML−1T−2]
  • তাপ, [Q]=[ML2T−2]
  • তাপ ধারণ ক্ষমতা, [C]=[ML2T−2θ−1]



আপনি আর ও পড়তে পারেন...


Comments

Popular posts from this blog

ঘনবস্তুর সংজ্ঞা || ঘনবস্তু কাকে বলে? || ঘনবস্তু কত প্রকার ও কি কি? || ঘনবস্তুর মাত্রা কয়টি ও কি কি

রাশি কাকে বলে? || রাশি কতো প্রকার ও কি কি?

 ভার্নিয়ার স্কেল কী? || ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে?