১ মিটার কী? || ১ মিটার সমান কত ইঞ্চি?

মিটার : 

মেট্রিক পদ্ধতির অংশ হিসেবে মিটার সারা বিশ্বে দূরত্ব পরিমাপ করার জন্য ব্যবহৃত হয়, প্রধান ব্যতিক্রম ইউনাইটেড স্টেটস (আমেরিকা যুক্তরাষ্ট্র), যেখানে বেশীরভাগ কাজে ইম্পিরিয়াল পদ্ধতি ব্যবহার করা হয়।

মিটার মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্যের একটি একক, এবং তা এককের আন্তর্জাতিক পদ্ধতিতে (SI) দৈর্ঘ্যের প্রাথমিক একক


SI এবং অন্যান্য এম.কে.এস পদ্ধতিতে (মিটার, কিলোগ্রাম এবং সেকেন্ডের উপর ভিত্তি করে আহৃত) প্রাথমিক একক হওয়ার জন্য মিটার পরিমাপের অন্যান্য এককগুলি আহরণে সাহায্য করার জন্য ব্যবহৃত হয়, যেমন বলের একক নিউটন ইত্যাদি।


মিটার কে প্রকাশ করা হয়ঃ "m (মি)"

এর একক : দৈর্ঘ্য / দূরত্ব

১ মিটার কী:

১ মি 1.0936 গজের সমতুল্য, অথবা 39.370 ইঞ্চির সমতুল্য।
আলো শূন্য মাধ্যমে ১/২৯৯৭৯২৪৫৮ সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে ১ মিটার বলে।

১ মিটার সমান কত ইঞ্চি:

১ মিটার = 39.370 ইঞ্চি


Comments

Popular posts from this blog

ঘনবস্তুর সংজ্ঞা || ঘনবস্তু কাকে বলে? || ঘনবস্তু কত প্রকার ও কি কি? || ঘনবস্তুর মাত্রা কয়টি ও কি কি

রাশি কাকে বলে? || রাশি কতো প্রকার ও কি কি?

 ভার্নিয়ার স্কেল কী? || ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে?