বল কি? || বল কাকে বলে? || বলের বৈশিষ্ট্য কি কি?

বল কি || বল কাকে বলে || বলের বৈশিষ্ট্য কি কি :

বল

বল কাকে বলে:

উত্তর : যা স্থির বস্তুর ওপর ক্রিয়া করে, তাকে গতিশীল করে বা করার চেষ্টা করে বা যা গতিশীল বস্তুর ওপর ক্রিয়া করে তার গতি পরিবর্তন করে বা করার চেষ্টা করে তাকে বল বলে।


বল (Force) হলো​ এমন একটি বাহ্যিক প্রভাব, যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায় এবং যা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায়। যেমন : একটি ফুটবল একজন খেলোয়াড় হতে অন্য খেলোয়াড়ের নিকট এমনিতেই যায় না। ফুটবলের উপর বল প্রয়োগের ফলেই সেটা ঘটে। আবার গোল করার লক্ষ্যে ফুটবলটিকে ছুড়ে দিলে গোলকিপার তা ধরে ফেলে এক্ষেত্রেও তাকে বল প্রয়োগ করতে হয়েছে।


বলের একক:


M.K.S পদ্ধতিতে বলের একক Newton (নিউটন)

C.G.S পদ্ধতিতে বলের একক Dyne (ডাইন)

F.P.S পদ্ধতিতে বলের একক Poundal (পাউন্ডাল)



বলের বৈশিষ্ট্য :


১. দিক আছে

২. জোড়ায় জোড়ায় ক্রিয়া করে
৩. কোন বস্তুতে তরণ সৃষ্ট করতে পারে

৪. কোন বস্তুকে বিকৃত করতে পারে



আর ও পড়তে পারেন...

শ্রাব্যতার সীমা কী? || শ্রাব্যতার সীমা
পিচ কী? || পিচ (Pitch) কাকে বলে? || লঘিষ্ঠ গণন (Least count) কাকে বলে?




Comments

Popular posts from this blog

পিচ কী? || পিচ (Pitch) কাকে বলে? || লঘিষ্ঠ গণন (Least count) কাকে বলে?

 ভার্নিয়ার স্কেল কী? || ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে?

স্কেলার ও ভেক্টর রাশির উদাহরণ