পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাকে বলে ?

পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাকে বলে ?


পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ( Total internal reflection ) :

ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসৃত হওয়ার সময় আলোকরশ্মি দুই মাধ্যমের বিভেদতলে মাধ্যম দুটির সংকট কোণ অপেক্ষা বেশি কোণে আপতিত হলে আপতিত আলোকরশ্মির প্রায় সবটুকু অংশই বিভেদতল থেকে প্রতিফলিত হয়ে পুনরায় ঘন মাধ্যমে ফিরে আসে । এই আলোকীয় ঘটনাকেই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলা হয় ।



চিত্রে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের বিভেদতলে ( যেমন— জল থেকে বায়ু ) আপতিত আলোকরশ্মির এবং প্রতিসরণের পর তার গতিপথ দেখানো হয়েছে । প্রথমক্ষেত্রে , রশ্মিটি সংকট কো ( θ ) অপেক্ষা কম কোণে বিভেদতলে আপতিত হয় এবং প্রতিসরণের সাধারণ নিয়ম অনুসারে , প্রতিসৃত হওয়ার পর অভিলম্ব থেকে দূরে সরে যায় অর্থাৎ , আপতন কোণ অপেক্ষা প্রতিসরণ কোণ বড়ো হয় ( i < r ) । আপতন কোণ বৃদ্ধি পেয়ে যখন একটি বিশেষ মানে পৌঁছোয় অর্থাৎ , মাধ্যমদ্বয়ের সংকট কোণের সমান ( i = θ) হয় , তখন প্রতিসৃত রশ্মিটি বিভেদতল ঘেঁষে বের হয় । এই অবস্থায় প্রতিসরণ কোণের মান সর্বোচ্চ ( 90 ° ) হয় । আপতন কোণের মান সংকট কোণ অপেক্ষা বেশি হলে ( i > θ ) রশ্মিটি আর প্রতিসৃত হওয়ার সুযোগ পায় না । সাধারণ প্রতিফলনের নিয়ম অনুসারে , বিভেদতল থেকে প্রতিফলিত হয় এবং আপতিত রশ্মির প্রায় সবটুকু অংশই প্রথম মাধ্যমে ( ঘন মাধ্যমে ) ফিরে আসে । এই বিশেষ আলোকীয় ঘটনাটিকেই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলা হয় ।

পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ( Total internal reflection )






আর ও পড়তে পারেন...

Comments

Popular posts from this blog

ঘনবস্তুর সংজ্ঞা || ঘনবস্তু কাকে বলে? || ঘনবস্তু কত প্রকার ও কি কি? || ঘনবস্তুর মাত্রা কয়টি ও কি কি

রাশি কাকে বলে? || রাশি কতো প্রকার ও কি কি?

 ভার্নিয়ার স্কেল কী? || ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে?