বিক্রিয়ার হার কাকে বলে? || বিক্রিয়ার হার কী?

বিক্রিয়ার হার কাকে বলে?



বিক্রিয়ার হার কী :

একক সময়ে একটি বিক্রিয়ার উৎপন্ন উপাদানের পরিমান বা ব্যবহিত বিক্রিয়কের পরিমানকে বিক্রিয়ার হার বলে |


একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রার হ্রাস বা উৎপাদের ঘনমাত্রার বৃদ্ধির হারকে বিক্রিয়ার হার বা গতিবেগ বলে।


প্রতি একক সময়ে কোন একটি বিক্রিয়াপাত্রে যে পরিমাণে উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পায় বা বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায় তাকে বিক্রিয়ার হার বা গতিবেগ বলে । বিক্রিয়কের এবং উৎপাদের ঘনমাত্রাকে molL^-^1 । অতএব বিক্রিয়ার হারের একক হবে molL^-^1s^-^1 ।




আপনি আর ও পড়তে পারেন...

Comments

Post a Comment

Popular posts from this blog

ঘনবস্তুর সংজ্ঞা || ঘনবস্তু কাকে বলে? || ঘনবস্তু কত প্রকার ও কি কি? || ঘনবস্তুর মাত্রা কয়টি ও কি কি

রাশি কাকে বলে? || রাশি কতো প্রকার ও কি কি?

 ভার্নিয়ার স্কেল কী? || ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে?