পৃষ্ঠটান কাকে বলে? || পৃষ্ঠটানের এস আই (SI) একক কি?

পৃষ্ঠটান কাকে বলে?



পৃষ্ঠটান হচ্ছে তরল পদার্থের স্থিতিস্থাপক প্রবণতা যা তরলকে সম্ভাব্য সর্বনিম্ন ক্ষেত্রফল প্রদান করে। পৃষ্ঠটান এমন এক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যা লক্ষণীয়ভাবে বহু বাস্তুতন্ত্রের উপর প্রভাব বিস্তার করে। পৃষ্ঠটানের অন্যতম বৈশিষ্ট্যটি হল, এর কারণে তরলের চেয়ে ভারী কোনো কিছুকেও এর উপর ভাসতে দেখা যেতে পারে। উদাহরণস্বরূপ, পানির ঊপর যেসব পোকা আমরা দৌঁড়াতে দেখি সেগুলোর ঘনত্ব কিন্তু পানির চেয়ে বেশি। আর আর্কিমিডিসের সূত্রানুযায়ী পানির চেয়ে ভারী কিছু তো আর ভেসে থাকার কথা না। কিন্তু পৃষ্ঠটানের ক্ষেত্রে এটি ঘটে যায়।

পৃষ্ঠটান কাকে বলে? || পৃষ্ঠটানের এস আই (SI) একক কি?
পৃষ্ঠটান

বিশ্লেষণ:

তরল ও গ্যাসের সংযোগস্থলে, তরল অণুগুলির পরস্পরের প্রতি আকর্ষণ (সংসক্তি টানের জন্য), তরল ও গ্যাসের অণুগুলির আকর্ষণ (আসঞ্জন বলের জন্য) অপেক্ষা অনেক বেশি হওয়ায় পৃষ্ঠটান সংঘটিত হয়। তরলপৃষ্ঠের নীচে অভ্যন্তরীণ বলসমূহের লব্ধি বল এমনভাবে ক্রিয়া করে, যেন তরলের উপরিতল কোনো টান করা স্থিতিস্থাপক পর্দা দ্বারা আবৃত রয়েছে। এই অসম লব্ধি বলের কারণেই তরল পৃষ্ঠে সংকোচনশীল টান প্রযুক্ত হয়, সেই কারণেই সম্ভবত একে ‘পৃষ্ঠটান’ বলা হয়।


পৃষ্ঠটানের এস আই (SI) একক কি:

পৃষ্ঠটানকে সাধারণত γ (গ্রিক অক্ষর গামা) চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এবং এর পরিমাপ হয় ‘বল প্রতি একক দৈর্ঘ্য’ দিয়ে। এর এসআই একক হল নিউটন প্রতি মিটার, তবে সিজিএস পদ্ধতিতে ডাইন প্রতি সেমি এককটিও ব্যবহার করা হয়। 





 আপনি আর ও পড়তে পারেন...

Comments

Popular posts from this blog

ঘনবস্তুর সংজ্ঞা || ঘনবস্তু কাকে বলে? || ঘনবস্তু কত প্রকার ও কি কি? || ঘনবস্তুর মাত্রা কয়টি ও কি কি

রাশি কাকে বলে? || রাশি কতো প্রকার ও কি কি?

 ভার্নিয়ার স্কেল কী? || ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে?