শ্রাব্যতার সীমা কী? || শ্রাব্যতার সীমা

শ্রাব্যতার সীমা কী:


শ্রাব্যতার সীমা:

আমাদের কানে যে শব্দ শোনা যায় তার কম্পাঙ্কের পাল্লাকে শ্রাব্যতার সীমা বলে। এ সীমা 20Hz থেকে 20,000Hz এর মধ্যে।

যদি কোনো বস্তু প্রতি সেকেন্ডে কমপক্ষে ২০ বার কাঁপে তবে সেই বস্তু থেকে উৎপন্ন শব্দ শোনা যাবে। এভাবে আবার কম্পন যদি প্রতি সেকেন্ডে ২০,০০০ বার এর বেশি হয় তাহলেও শব্দ শোনা যাবে না। সুতরাং আমাদের কানে যে শব্দ শোনা যায় তার কম্পাঙ্কের সীমা হলো ২০ Hz থেকে ২০,০০০ Hz। কম্পাঙ্কের এই পাল্লা কে শ্রাব্যতার পাল্লা বলে। যদি কম্পাঙ্ক ২০ Hz এর কম হয় তবে তাকে শব্দেতর কম্পন বলে। যদি কম্পাঙ্ক ২০,০০০Hz এর বেশি হয় তবে তাকে শব্দোত্তর কম্পন বলে।




আপনি আর ও পড়তে পারেন...

Comments

Post a Comment

Popular posts from this blog

পিচ কী? || পিচ (Pitch) কাকে বলে? || লঘিষ্ঠ গণন (Least count) কাকে বলে?

 ভার্নিয়ার স্কেল কী? || ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে?

স্কেলার ও ভেক্টর রাশির উদাহরণ