ভার্নিয়ার সমপাতন বলতে কী বােঝ ? || ভার্নিয়ার সমপাতন 6 বলতে কী বোঝায়?

ভার্নিয়ার সমপাতন বলতে কী বােঝ ? 

উত্তর : স্লাইড ক্যালিপার্সের সাহায্যে পরিমাপের ক্ষেত্রে ভার্নিয়ারের যে দাগটি প্রধান স্কেলের কোন দাগের সাথে মিলে থাকে বা কাছাকাছি থাকে ভার্নিয়ার স্কেলের সেই দাগকে ভার্নিয়ারের সমপাতন বলা হয় ।

অর্থাৎ ,

ভার্নিয়ার সমপাতন 6 বলতে বোঝায়, বাম দিক হতে গুণলে ভার্নিয়ার স্কেলের 6নং দাগটি প্রধান স্কেলের কোনো একটি দাগের সাথে মিলেছে অথবা প্রধান স্কেলের কোনো একটি দাগের সবচেয়ে কাছাকাছি রয়েছে। এক্ষেত্রে ভার্নিয়ার ধ্রুবককে 6 দ্বারা গুণ করে নির্ণেয় রাশির (দৈর্ঘ্য) ভার্নিয়ার পাঠ নির্ণয় করা হয়।


আর ও পড়তে পারেন...

Comments

Popular posts from this blog

ঘনবস্তুর সংজ্ঞা || ঘনবস্তু কাকে বলে? || ঘনবস্তু কত প্রকার ও কি কি? || ঘনবস্তুর মাত্রা কয়টি ও কি কি

রাশি কাকে বলে? || রাশি কতো প্রকার ও কি কি?

 ভার্নিয়ার স্কেল কী? || ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে?