স্ক্রু-গজের লঘিষ্ট গণন 0.01 mm বলতে কী বােঝায় ? || লঘিষ্ট গণন 0.01 mm বলতে কী বােঝায় ?

স্ক্রু-গজের লঘিষ্ট গণন 0.01 mm বলতে কী বােঝায় ?

উত্তর : আমরা জানি , দ্রুগজের বৃত্তাকার স্কেলের মাত্র এক ভাগ ঘুরালে এর প্রান্ত বা সুটি যতটুকু সরে আসে তাকে বলা হয় যন্ত্রের লঘিষ্ঠ গণন । সুতরাং কোনাে দ্রুগজের লঘিষ্ঠ গণন 0.01 mm বলতে বােঝায় উক্ত দ্রুগজের বৃত্তাকার স্কেলের মাত্র একভাগ ঘুরালে এর প্রান্ত তথা স্কুটি 0.0mm পরিমাণ সরে আসবে ।

কোনো স্ক্রু-গজের লঘিষ্ঠ গণন 0.01 মিমি বলতে বোঝায় এবং বৃত্তাকার স্কেলের মাত্রা এক ভাগ ঘুরালে এর প্রান্ত বা স্ক্রুটি 0.01 মিমি পরিমাণ সরে আসে। এক্ষেত্রে যন্ত্রটির পিচ এবং বৃত্তাকার স্কেলের ভাগসংখ্যার অনুপাতের মান 0.01 মিমি এর সমান। 

সুতরাং বৃত্তাকার স্কেলের ভাগসংখ্যা 100 হলে পিচের মান হবে = 100 x 0.01 মিমি = 1 মিমি।


আর ও পড়তে পারেন...

Comments

Popular posts from this blog

ঘনবস্তুর সংজ্ঞা || ঘনবস্তু কাকে বলে? || ঘনবস্তু কত প্রকার ও কি কি? || ঘনবস্তুর মাত্রা কয়টি ও কি কি

রাশি কাকে বলে? || রাশি কতো প্রকার ও কি কি?

 ভার্নিয়ার স্কেল কী? || ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে?