বল একটি লন্ধ রাশি কেন ? || বল কেন একটি লন্ধ রাশি ?

বল একটি লন্ধ রাশি কেন ?

উত্তর : 

আমরা জানি , বল=ভর×ত্বরণ = ভর×বেগ/সময় = ভর×দূরত্ব/সময়²

 অথবা,

            আমরা জানি,

            বল = ভর×ত্বরণ

                = ভর×বেগ/সময়

                = ভর×সরণ/(সময়)২

সুতরাং দেখা যাচ্ছে যে , বলকে প্রকাশ করার জন্য ভর , সরণ ও সময় এ তিনটি মৌলিক রাশির প্রয়ােজন, অর্থাৎ বল এসব রাশির ওপর নির্ভরশীল । সুতরাং বল একটি লন্ধ রাশি


আর ও পড়তে পারেন...

Comments

Popular posts from this blog

স্কেলার ও ভেক্টর রাশির উদাহরণ

 ভার্নিয়ার স্কেল কী? || ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে?

পিচ কী? || পিচ (Pitch) কাকে বলে? || লঘিষ্ঠ গণন (Least count) কাকে বলে?