বিগ ব্যাং তত্ত্ব কি? || বিগ ব্যাং কি? || বিগ ব্যাং এর জনক কে?

বিগ ব্যাং তত্ত্ব কি? || বিগ ব্যাং কি? || বিগ ব্যাং এর জনক কে: 


বিগ ব্যাং তত্ত্ব কি:

বিগ ব্যাং হল বিশ্বব্রহ্মান্ডের সবগুলাে গ্যালাক্সি একে অন্য থেকে দূরে সরে যাওয়ার ঘটনা । 1924 সালে বিজ্ঞানী হবিল দেখিয়েছিলেন যে বিশ্বব্রহ্মান্ড ধীরে ধীরে প্রসারিত হচ্ছে । যার অর্থ অতীতে একসময় পুরাে বিশ্বব্রহ্মান্ড এক জায়গায় ছিল । বিগ ব্যাং নামক প্রচণ্ড বিস্ফোরণে বিশ্বব্রহ্মান্ড তৈরি হওয়ার পর থেকে প্রসারিত হতে শুরু করেছে । এই প্রসারণ আর কখনােই থেমে যাবে না এবং সবকিছুই একটি অন্যটি থেকে দূরে সরে যাবে ।

বিগ ব্যাং তত্ত্ব কি? || বিগ ব্যাং কি? || বিগ ব্যাং এর জনক কে?
বিগ ব্যাং তত্ত্ব


১। অনেকেরই ধারণা বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা স্টিফেন হকিং। এটি ভুল ধারণা। বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা বেলজিয়ান বিজ্ঞানী জর্জ ল্যামেটার। স্টিফেন হকিং শুধুমাত্র বিগ ব্যাং তত্ত্বের আধুনিক ব্যাখ্যা প্রদান করেন।

২।বিগ ব্যাং তত্ত্ব কোন প্রকার মহাবিস্ফোরণ নয়। বিগ ব্যাং এর ফলে পদার্থ এবং শক্তি চারপাশের স্থানে ছিটকে পড়েনি। বিগ ব্যাং তত্ত্ব বলে স্থান তার মাঝে যা কিছু আছে তার সবকিছু নিয়ে সম্প্রসারিত হচ্ছে। সকল বস্তু ঐ স্থানের মধ্যেই ছিল- তারা একে অপরের থেকে দূরে চলে যাচ্ছে।

আজ যখন আমরা মহাকাশের দিকে তাকাই তখন দেখি বিভিন্ন গ্রহ, অজস্র তারা, গ্যালাক্সি এবং তাদের মাঝে বিস্তীর্ণ স্থান। ঐ বিস্তীর্ণ স্থান দিয়ে তারা আলাদা আলাদা ভাবে আছে। বিগ ব্যাং আদি মুহুর্তে সকল বস্তু,শক্তি আর স্থান এক শূন্য আয়তনের কিন্তু অসীম ঘনত্ব বিশিষ্ট এক বিন্দুতে সীমাবদ্ধ ছিল। বিজ্ঞানীরা এই অবস্থাকে বলেন সিঙ্গুলারিটি।

৩। বিগ ব্যাং শুধুমাত্র একটি তত্ত্ব নয়।বিজ্ঞানীরা এর সপক্ষে ৪ টি পর্যবেক্ষণিক প্রমাণ দিয়েছেন। এগুলো হল-

১।হাবলের নীতি।

২।Cosmic Microwave Background Radiation.

৩।ছায়াপথীয় বিবর্তন ও বন্টন।

৪।প্রাথমিক মৌল সমূহের প্রাচুর্য।



আর ও পড়তে পারেন...

Comments

Popular posts from this blog

ঘনবস্তুর সংজ্ঞা || ঘনবস্তু কাকে বলে? || ঘনবস্তু কত প্রকার ও কি কি? || ঘনবস্তুর মাত্রা কয়টি ও কি কি

রাশি কাকে বলে? || রাশি কতো প্রকার ও কি কি?

 ভার্নিয়ার স্কেল কী? || ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে?