এক মােল কাকে বলে ?

এক মােল কাকে বলে ? 

উত্তর : যে পরিমাণ পদার্থে 0.012 কিলােগ্রাম কার্বন -12 এ অবস্থিত পরমাণুর সমান সংখ্যক প্রাথমিক ইউনিট ( যেমন পরমাণু , অণু , আয়ন , ইলেকট্রন ইত্যাদি বা এগুলাের নির্দিষ্ট কোনাে গ্রুপ ) থাকে তাকে এক মােল বলে ।

রাসায়নিক পদার্থের পারমাণবিক ভর (পরমাণুর ক্ষেত্রে) অথবা আণবিক ভরকে (অণুর ক্ষেত্রে) গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে ঐ পদার্থের এক মোল বলে।
অথবা,
কোন রাসায়নিক পদার্থের যে পরিমাণে অ্যাভেগেড্রো সংখ্যক(6.02x10^23) অণু পরমাণু বা আয়ন থাকে, তাকে ঐ পদার্থের মোল বলে।

যেমনঃ ১ মোল নাইট্রোজেন পরমাণু = ১৪ গ্রাম = 6.02x10^23টি
পরমাণু

১ মোল কার্বন পরমাণু = ১২ গ্রাম = 6.02x10^23টি পরমাণু
১ মোল পানি = ১৮ গ্রাম = 6.02x10^23টি অণু

Comments

Popular posts from this blog

ঘনবস্তুর সংজ্ঞা || ঘনবস্তু কাকে বলে? || ঘনবস্তু কত প্রকার ও কি কি? || ঘনবস্তুর মাত্রা কয়টি ও কি কি

রাশি কাকে বলে? || রাশি কতো প্রকার ও কি কি?

 ভার্নিয়ার স্কেল কী? || ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে?