Posts

আপেক্ষিক তাপের ও তাপ ধারণ ক্ষমতা মধ্যে সম্পর্ক স্থাপন কর || তাপধারণ ক্ষমতা ও আপেক্ষিক তাপের মধ্যে সম্পর্ক স্থাপন কর

আপেক্ষিক তাপের ও তাপ ধারণ ক্ষমতা মধ্যে সম্পর্ক স্থাপন কর || তাপধারণ ক্ষমতা ও আপেক্ষিক তাপের মধ্যে সম্পর্ক স্থাপন কর  কোনো বস্তুর তাপমাত্রার 1 K বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাকে ঐ বস্তুর তাপ ধারণক্ষমতা বলে। আবার যদি বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ S হয়, তবে একক ভরের বস্তুর তাপমাত্রা 1 K বাড়াতে S জুল তাপের প্রয়োজন হয়। অতএব, 1 kg বস্তুর তাপমাত্রা 1 K বাড়াতে তাপের প্রয়োজন = S জুল mkg বস্তুর তাপমাত্রা। 1 K বাড়াতে তাপের প্রয়োজন হবে = mS জুল এটিই m kg ভরের বস্তুর তাপধারণ ক্ষমতা। অতএব, তাপধারণ ক্ষমতা= ভর x আপেক্ষিক তাপ। আর ও পড়তে পারেন... পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাকে বলে ? ভর ও ওজন কি একই জিনিস? || ভর ও ওজন কি একই?

পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাকে বলে ?

Image
পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাকে বলে ? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ( Total internal reflection ) : ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসৃত হওয়ার সময় আলোকরশ্মি দুই মাধ্যমের বিভেদতলে মাধ্যম দুটির সংকট কোণ অপেক্ষা বেশি কোণে আপতিত হলে আপতিত আলোকরশ্মির প্রায় সবটুকু অংশই বিভেদতল থেকে প্রতিফলিত হয়ে পুনরায় ঘন মাধ্যমে ফিরে আসে । এই আলোকীয় ঘটনাকেই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলা হয় । চিত্রে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের বিভেদতলে ( যেমন— জল থেকে বায়ু ) আপতিত আলোকরশ্মির এবং প্রতিসরণের পর তার গতিপথ দেখানো হয়েছে । প্রথমক্ষেত্রে , রশ্মিটি সংকট কো ( θ ) অপেক্ষা কম কোণে বিভেদতলে আপতিত হয় এবং প্রতিসরণের সাধারণ নিয়ম অনুসারে , প্রতিসৃত হওয়ার পর অভিলম্ব থেকে দূরে সরে যায় অর্থাৎ , আপতন কোণ অপেক্ষা প্রতিসরণ কোণ বড়ো হয় ( i < r ) । আপতন কোণ বৃদ্ধি পেয়ে যখন একটি বিশেষ মানে পৌঁছোয় অর্থাৎ , মাধ্যমদ্বয়ের সংকট কোণের সমান ( i = θ) হয় , তখন প্রতিসৃত রশ্মিটি বিভেদতল ঘেঁষে বের হয় । এই অবস্থায় প্রতিসরণ কোণের মান সর্বোচ্চ ( 90 ° ) হয় । আপতন কোণের মান সংকট কোণ অপেক্ষা বেশি হলে ( i > θ ) রশ্মিটি আর প্রতি

ভর ও ওজন কি একই জিনিস? || ভর ও ওজন কি একই

ভর ও ওজন কি একই জিনিস || ভর ও ওজন কি একই  : ভর ও ওজন কি একই জিনিস || ভর ও ওজন কি একই  : না, ভর ও ওজন একই জিনিস নয়। কোনো বস্তুতে মোট পদার্থের পরিমাণই হচ্ছে ভর। আর কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করছে বা নিজের দিকে টানছে তা হচ্ছে বস্তুটির ওজন। সাধারন মানুষের কাছে একই মনে হলেও বিজ্ঞানে বিশেষ করে পদার্থ বিজ্ঞানের দিক থেকে এক নয়। ভরঃ  ভর হচ্ছে বস্তুর মোট পরিমান। একটি বস্তুতে কত পরিমান ঐ বস্তুর অনু বা পরমানু উপস্থিত তার পরিমানকে ভর বলে। ভর পৃথিবীর বা মহাবিশ্বের সর্বত্রই সমান থাকে কারন স্থানের পরিবর্তনের সাথে বস্তুর পরিমান কমেনা, যেমন ছোট হয়না বা ক্ষয় হয়না।(বাহ্যিক বলের প্রভাবে পরিবর্তন অন্য বিষয়) ধরুন আপনার ভর ৬০কেজি। তাহলে আপনি যেখানেই যান না কেন ভর ৬০কেজিই থাকবে।  ওজনঃ  ওজন হচ্ছে কোন বস্তু তার আশ্রিত বস্তু দ্বারা কত বলে আকর্ষিত হচ্ছে তার পরিমান। যেমন পৃথিবী আপনাকে কেন্দ্র বরাবর আকর্ষন করছে বলেই আপনি পৃথিবীর গায়ে লেগে আছেন। লাফ দিয়া উপরে যেতে চাইলে পৃথিবী আপনাকে আকর্ষন করে ফিরিয়ে আনবে। এই আকর্ষন বলকে ওজন বলে। যেহেতু পৃথিবীর সকল বস্তুকে চাঁদ সহ মহাবিশ্বের অন্য বস্তু গ্রহ আকর্

পরিমাপে প্রধান স্কেলের সাথে ভার্নিয়ার স্কেল ব্যবহার করতে হয় কেন ?

পরিমাপে প্রধান স্কেলের সাথে ভার্নিয়ার স্কেল ব্যবহার করতে হয় কেন ?  উত্তর : প্রধান স্কেল বা মিটার স্কেলের সাহায্যে মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্য পরিমাপ করা যায় । কিন্তু মিলিমিটারের ভগ্নাংশ যেমন , 0.2 মিলিমিটার বা 0.8 মিলিমিটার দৈর্ঘ্য মিটার স্কেলের সাহায্যে পরিমাপ করা যায় । ভার্নিয়ার স্কেল বস্তুর দৈর্ঘ্য মিলিমিটার এর ভগ্নাংশ পর্যন্ত প্রকাশ করে । তাই মিলিমিটার এর ভগ্নাংশ পর্যন্ত দৈর্ঘ্য নির্ভুলভাবে পরিমাপ করতে প্রধান স্কেলের সাথে ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয় । আর ও পড়তে পারেন... ভার্নিয়ার সমপাতন বলতে কী বােঝ ? || ভার্নিয়ার সমপাতন 6 বলতে কী বোঝায়? স্ক্রু-গজের লঘিষ্ট গণন 0.01 mm বলতে কী বােঝায় ? || লঘিষ্ট গণন 0.01 mm বলতে কী বােঝায় ?

ভার্নিয়ার সমপাতন বলতে কী বােঝ ? || ভার্নিয়ার সমপাতন 6 বলতে কী বোঝায়?

ভার্নিয়ার সমপাতন বলতে কী বােঝ ?  উত্তর : স্লাইড ক্যালিপার্সের সাহায্যে পরিমাপের ক্ষেত্রে ভার্নিয়ারের যে দাগটি প্রধান স্কেলের কোন দাগের সাথে মিলে থাকে বা কাছাকাছি থাকে ভার্নিয়ার স্কেলের সেই দাগকে ভার্নিয়ারের সমপাতন বলা হয় । অর্থাৎ , ভার্নিয়ার সমপাতন  6  বলতে  বোঝায়, বাম দিক হতে গুণলে  ভার্নিয়ার  স্কেলের 6নং দাগটি প্রধান স্কেলের কোনো একটি দাগের সাথে মিলেছে অথবা প্রধান স্কেলের কোনো একটি দাগের সবচেয়ে কাছাকাছি রয়েছে। এক্ষেত্রে  ভার্নিয়ার  ধ্রুবককে 6 দ্বারা গুণ করে নির্ণেয় রাশির (দৈর্ঘ্য)  ভার্নিয়ার  পাঠ নির্ণয় করা হয়। আর ও পড়তে পারেন... স্ক্রু-গজের লঘিষ্ট গণন 0.01 mm বলতে কী বােঝায় ? || লঘিষ্ট গণন 0.01 mm বলতে কী বােঝায় ? এস আই একক বলতে কী বােঝ ? || এস আই একক কী ?

স্ক্রু-গজের লঘিষ্ট গণন 0.01 mm বলতে কী বােঝায় ? || লঘিষ্ট গণন 0.01 mm বলতে কী বােঝায় ?

স্ক্রু-গজের লঘিষ্ট গণন 0.01 mm বলতে কী বােঝায় ? উত্তর : আমরা জানি , দ্রুগজের বৃত্তাকার স্কেলের মাত্র এক ভাগ ঘুরালে এর প্রান্ত বা সুটি যতটুকু সরে আসে তাকে বলা হয় যন্ত্রের লঘিষ্ঠ গণন । সুতরাং কোনাে দ্রুগজের লঘিষ্ঠ গণন 0.01 mm বলতে বােঝায় উক্ত দ্রুগজের বৃত্তাকার স্কেলের মাত্র একভাগ ঘুরালে এর প্রান্ত তথা স্কুটি 0.0mm পরিমাণ সরে আসবে । কোনো স্ক্রু-গজের লঘিষ্ঠ গণন 0.01 মিমি বলতে বোঝায় এবং বৃত্তাকার স্কেলের মাত্রা এক ভাগ ঘুরালে এর প্রান্ত বা স্ক্রুটি 0.01 মিমি পরিমাণ সরে আসে। এক্ষেত্রে যন্ত্রটির পিচ এবং বৃত্তাকার স্কেলের ভাগসংখ্যার অনুপাতের মান 0.01 মিমি এর সমান।  সুতরাং বৃত্তাকার স্কেলের ভাগসংখ্যা 100 হলে পিচের মান হবে = 100 x 0.01 মিমি = 1 মিমি। আর ও পড়তে পারেন... এস আই একক বলতে কী বােঝ ? || এস আই একক কী ? বল একটি লন্ধ রাশি কেন ? || বল কেন একটি লন্ধ রাশি ?

এস আই একক বলতে কী বােঝ ? || এস আই একক কী ?

এস আই একক বলতে কী বােঝ ? ||  এস আই একক কী ? উত্তর : বৈজ্ঞানিক তথ্যের আদান - প্রদান ও ব্যবসা - বাণিজ্যের প্রসারের জন্য সারা বিশ্বে মাপজোখের একই রকম আদর্শের প্রয়ােজন হয়ে পড়ে । এ কারণে 1960 সাল থেকে দুনিয়া জোড়া বিভিন্ন রাশির একই রকম একক চালুর সিদ্ধান্ত হয় । এককের এই পদ্ধতিকে বলা হয় এককের আন্তর্জাতিক পদ্ধতি বা এস আই পদ্ধতি যাকে ইংরেজিতে International System Of Units (SI) units বলে।  আন্তর্জাতিক একক পদ্ধতি  সংক্ষেপে এস.আই. (ফরাসি ভাষায় Système International ) একক নামে পরিচিত।  মেট্রিক একক  এর আধুনিক সংস্করণ হল SI একক। দৈনন্দিন জীবনে ব্যবসা ও বিজ্ঞানে এটি পৃথিবীর সবচেয়ে বহুল ব্যবহৃত  একক  পদ্ধতি।  ১৯৬০ সালে SI একক অর্থাৎ  মিটার - কিলোগ্রাম - সেকেন্ড  (MKS) পদ্ধতি,  সেন্টিমিটার - গ্রাম -সেকেন্ড (CGS) অর্থাৎ Metric এককের পরিবর্তে চালু হয়। এস.আই. মৌলিক এককসমূহ: আন্তর্জাতিক একক পদ্ধতি (International System of Units-SI) সাতটি মৌলিক ভৌত একক চিহ্নিত করেছে, যা থেকে অন্যান্য লব্ধ এককসমূহকে বর্ণনা করা যায়। এই সাতটি মৌলিক একক “এস আই বর্ণিত একক (SI derived units)” বা “এস আই একক” না

Popular posts from this blog

ঘনবস্তুর সংজ্ঞা || ঘনবস্তু কাকে বলে? || ঘনবস্তু কত প্রকার ও কি কি? || ঘনবস্তুর মাত্রা কয়টি ও কি কি

রাশি কাকে বলে? || রাশি কতো প্রকার ও কি কি?

 ভার্নিয়ার স্কেল কী? || ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে?